মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে কলকাতা হাইকোর্টের অন্যতম প্রবীণ বিচারপতি ইন্নপ্রসন্ন মুখোপাধ্যায়ের নাম সুপারিশ করল সুপ্রিম কোর্ট কলেজিয়াম। এর পাশাপাশি আরও তিনটি হাইকোর্টে প্রধান বিচারপতির নামের সুপারিশ সংশোধন করেছে সুপ্রিম কোর্ট। সেগুলি হল- মধ্যপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু-কাশ্মীর ও লাদাখ।
আরও পড়ুন: পাহাড়ের ৩ পুরসভায় ভোট, সিদ্ধান্ত নিতে রাজ্যকে ৬ সপ্তাহ সময় বেঁধে দিল হাইকোর্ট
প্রথমের সুপ্রিম কোর্ট বিচারপতি তাশি রাবস্তানের নাম মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব করেছিল। তবে তাতে সংশোধন করে মঙ্গলবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়কে মেঘালয় হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের প্রস্তাব করেছে সুপ্রিম কোর্ট কলেজিয়াম। অন্যদিকে, বিচারপতি তাশি রাবস্তানকে জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করার সুপারিশ করা হয়েছে সুপ্রিম কোর্টের তরফে। আরও দুই বিচারপতি হলেন- বিচারপতি সুরেশ কুমার কাইত এবং বিচারপতি জিএস সন্ধ্যাওয়ালিয়া। তাঁদের যথাক্রমে মধ্যপ্রদেশ হাইকোর্ট এবং হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করার সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় সেন্ট জেভিয়ার্স কলেজে পড়াশোনা করেছেন। ২০০৯ সালের ১৮ মে থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসেবে রয়েছেন। আগামী বছরের ৫ সেপ্টেম্বর তাঁর অবসর নেওয়ার কথা। এছাড়াও, বিচারপতিদের সর্বভারতীয় তালিকায় বরিষ্ঠতার তালিকায় সপ্তম স্থানে রয়েছেন তিনি।
এর আগে সুপ্রিম কোর্ট কলেজিয়াম ১১ জুলাই বিভিন্ন হাইকোর্টের প্রধান বিচারপতিদের নামের প্রস্তাব করেছিল। সেই প্রস্তাবেই মঙ্গলবার চার প্রধান বিচারপতির নামের প্রস্তাবের সংশোধন করা হয়।বিচারপতি সুরেশ কুমার কাইতের নাম আগে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছিল। তবে তা সংশোধন করে তাঁকে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি সর্বভারতীয় বরিষ্ঠতার তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন।
বিচারপতি জিএস সান্ধাওয়ালিয়ার নাম আগে মধ্যপ্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতির জন্য সুপারিশ করা হয়েছিল। সংশোধন করে এখন তাঁকে হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে।