গান্ধীদের সঙ্গে সমস্যার জেরেই কি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সুস্মিতা দেব? এই প্রশ্ন ঘওরাফেরা করছিল গতকাল থেকেই। এরই মাঝে তৃণমূল নেত্রী হিসেবে এদিন প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হন সুস্মিতা। আর সাংবাদিকদের এদিন তিনি জানিয়ে দেন যে সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে নিয়ে তাঁর কোনও সমস্যা ছিল না। এদিকে তৃণমূলে তাঁর দায়িত্ব প্রসঙ্গে অনুগত সৈনিকের মতো সুস্মিতা বলেন, 'আমি নিঃশর্তে তৃণমূলে যোগ দিয়েছি। আমার মনে হয় না, তৃণমূলে যোগ দিয়ে আমি আমার আদর্শের সঙ্গে সমঝোতা করেছি। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যে দায়িত্ব দেবেন, আমি তা মাথা পেতে নেব।'
এদিকে পুরোনো দল প্রসঙ্গে সুস্মিতা এদিন বলেন, 'কংগ্রেসের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। আমাকে কংগ্রেস অনেক সুযোগ দিয়েছে। আমার যেটুকু যা খামতি ছিল, তার জন্য আশা করছি কংগ্রেস সভানেত্রী আমায় ক্ষমা করবেন। সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গে আমার কোনও সমস্যা হয়নি।' এদিকে রাহুল-অভিষেক তুলনা প্রসঙ্গ উঠলে শিলচরের প্রাক্তন সাংসদ বলেন, 'কংগ্রেস নেতা রাহুল গান্ধির সঙ্গে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তুলনা করাটা ঠিক হবে না।'
সোমবারই দুপুরে কলকাতায় এসে ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে গিয়ে ঘাসফুল শিবিরে যোগ দেন সর্বভারতীয় মহিলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি। সেই সময় অভিষেকের সঙ্গে ছিলেন তৃণমূলের জাতীয় মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ ডেরেক ও'ব্রায়েনও।