কাশ্মীরের সন্দেহভাজন জঙ্গি গ্রেফতার হয়েছে ক্যানিংয়ে। সে নাকি আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিল। এর আগেও এসেছিল সে ক্যানিংয়ে। এবার এসেই ধরা পড়ল পুলিশের হাতে। কাশ্মীর থেকে এসেছিল পুলিশ। সঙ্গে কলকাতা পুলিশ। ক্য়ানিংয়ের ওই বাড়ি শনিবার রাতে ঘিরে ফেলেছিল পুলিশ। তারপরেই গ্রেফতার। জাভেদ মুন্সি। সন্দেহভাজন জঙ্গি।
কী হয়েছিল সেই রাতে? কী বললেন সেই বাড়ির মালিক পক্ষ?
ওই বাড়ির মালিকের তরফে এক মহিলা সংবাদমাধ্যমে জানিয়েছেন, ঘুমোচ্ছিলাম, পুলিশ এসে বলল তোমাদের বাড়িতে একজন এসেছে তোমরা জানো! তোমাদের কোনও ভয় নেই। ওরা বলছিল একদিনের জন্য নাকি ঘুরতে এসেছে। হঠাৎ করে পুলিশ এল। আতঙ্ক তো হবেই। কাশ্মীরি লোক। শাল বিক্রি করে আমরা সবাই জানি।
সূত্রের খবর, ক্য়ানিং থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল। আর সেখান থেকে পাকিস্তানে?
জাভেদ মুন্সি। গোলাম মহম্মদ নামে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল। এদিকে সেই আত্মীয় আবার সাত মাসের জন্য ভাড়া নিয়েছিল ক্য়ানিংয়ের ওই বাড়ি। ১৯ নভেম্বর সেখানে এসেছিল ওই জাভেদ। স্থানীয় এক বাসিন্দা সংবাদমাধ্যমে জানিয়েছেন, যে আত্মীয়র বাড়িতে এসেছিল সেই আত্মীয় গোলাম দীর্ঘদিন ধরে শাল বিক্রি করে। সাত মাসের জন্য বাড়ি ভাড়া নিয়েছিল। নভেম্বরে বাড়ি ভাড়া নিয়েছিল। সেই আত্মীয়ও কাশ্মীরের বাসিন্দা। ওরা ৬ মাস আসে। এরপর তারা ফিরে যায়। তবে জাভেদকে কোনওদিন দেখিনি। জানিয়েছেন বাসিন্দারা।
কাশ্মীর পুলিশের ওয়ান্টেড তালিকায় নাম ছিল জাভেদের। এদিকে তার গতিবিধির উপর নজর রাখছিল কাশ্মীর পুলিশ। এরপর ক্যানিংয়ে অভিযান।
কাশ্মীরের শ্রীনগরের তানপুরাতে আসল বাড়ি জাভেদের। সেখানেই থাকে। তবে সে ক্যানিংয়ে এক আত্মীয়ের বাড়িতে এসেছিল। গোপন সূত্রে তার খোঁজ পায় পুলিশ। এরপরই পুলিশ শনিবার রাতে ওই বাড়ি ঘিরে ফেলে। তাকে সেখান থেকেই গ্রেফতার করা হয়।
তবে সূত্রের খবর ওই জঙ্গি বেশ কিছুদিন ধরেই পালিয়ে বেড়াচ্ছিল। এরপর সে ক্য়ানিংয়ের ওই আত্মীয়ের বাড়িতে ঘাপটি মেরেছিল। তবে সে কেন এভাবে ক্যানিংয়ে এসেছিল তা নিয়ে প্রশ্ন উঠছে।
তবে এর আগেও সে ক্য়ানিংয়ে এসেছিল। কাশ্মীরে তার নাকি ওষুধের কারবার। তবে সেই পেশার আড়ালে কি গড়ে তুলছিল জঙ্গি নেটওয়ার্ক?
সূত্রের খবর ওই জাভেদ কাশ্মীরের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-উল - মুজাহিদিনের সদস্য। ক্যানিং হাসপাতাল মোড়ে এক আত্মীয়ের বাড়ি এসেছিলেন তিনি। বাংলাদেশ, নেপাল, পাকিস্তানেও যাতায়াত ছিল তার। এদিকে ২০২২ সালেও একবার কলকাতায় এসেছিল জাভেদ। সেবার সে ১০-১২ দিন ধরে ক্যানিংয়ে ছিল। সেবার কলকাতার ভিক্টোরিয়াতেও ঘুরতে গিয়েছিল জাভেদ। আর এবার একেবারে দিল্লি হয়ে ক্যানিং। তারপরের গন্তব্য কি বাংলাদেশ?