বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari vs Abhishek Banerjee: লাগল কেমন ৯ ঘণ্টা? দেখ কেমন লাগে ভাইপো!: শুভেন্দু

Suvendu Adhikari vs Abhishek Banerjee: লাগল কেমন ৯ ঘণ্টা? দেখ কেমন লাগে ভাইপো!: শুভেন্দু

অভিষেক বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী। 

শুভেন্দুবাবু বলেন, ‘শুভেন্দু দায়িত্বে ছিল বলে মুর্শিদাবাদ তোমার ছিল। শুভেন্দু দায়িত্বে নেই বলে সাগরদিঘিতে গো হারান হেরেছিস। বাকিটাও সাফ হবে। লাগল কেমন ৯ ঘণ্টা? ভাইপো? আমার ভাইকে ১০ ঘণ্টা করে ৪ বার ডেকেছে। লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। দেখ কেমন লাগে ভাইপো’।

নিজাম প্যালেসে সিবিআই জেরা সামলে বেরনোর পর তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বেলাগাম আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন অভিষেককে কটাক্ষ করে শুভেন্দু বলেন, দেখ কেমন লাগে ভাইপো।

শনিবার রাতে শুভেন্দুবাবু বলেন, ‘শুভেন্দু দায়িত্বে ছিল বলে মুর্শিদাবাদ তোমার ছিল। শুভেন্দু দায়িত্বে নেই বলে সাগরদিঘিতে গো হারান হেরেছিস। বাকিটাও সাফ হবে। লাগল কেমন ৯ ঘণ্টা? ভাইপো? আমার ভাইকে ১০ ঘণ্টা করে ৪ বার ডেকেছে। লোকের ক্ষতি করলে নিজের ক্ষতি হয়। দেখ কেমন লাগে ভাইপো’।

শনিবার রাতে নিজাম প্যালেস থেকে বেরিয়ে অভিষেক দাবি করেন, ‘আমাকে বেশ কয়েকজনের নাম বলে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসা করেন আমি তাঁদের চিনি কি না। এদের ৯০ শতাংশের বাড়ি হয় মুর্শিদাবাদ অথবা পূর্ব মেদিনীপুরে। দলের তরফে এই ২ জেলার দায়িত্বে কে ছিল? তাহলে তাঁকে জেরা করা হবে না কেন?’

এদিন দফায় দফায় শুভেন্দুকে আক্রমণ করেন অভিষেক। শুভেন্দুকে ফের গদ্দার বলে কটাক্ষ করেন তিনি। যার প্রতিক্রিয়া দিতে গিয়ে সংযম হারান বিরোধী দলনেতাও। যার প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রথমে কেডি সিংকে দিয়ে স্টিং অপারেশন করিয়েছিল ভাইপো। তার পর আমাকে হারাতে পিসিকে নন্দীগ্রামে পাঠায়। তার জবাব দিয়ে দিয়েছে নন্দীগ্রামের জনতা।

 

 

বন্ধ করুন