বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari vs Abhishek Banerjee: ইয়ে ডর হামে আচ্ছা লগা, অভিষেক নিজাম প্যালেস থেকে বেরোতেই কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari vs Abhishek Banerjee: ইয়ে ডর হামে আচ্ছা লগা, অভিষেক নিজাম প্যালেস থেকে বেরোতেই কটাক্ষ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

আমাকে ইঙ্গিত করে যতবার বলবেন, এই পিসি ভাইপোকে উৎখাত করার জন্য আমার রাজনৈতিক লড়াই আরও বেগবান হবে। হিন্দিতে যাকে বলে, ইয়ে ডর হামে আচ্ছা লগা।

সিবিআইয়ের জেরা সামলে বেরোতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নিজাম প্যালেস থেকে বেরিয়ে তাঁর বিরুদ্ধে অভিষেকের তোলা অভিযোগের পালটা কটাক্ষ করে শুভেন্দু বললেন, ইয়ে ডর হামে আচ্ছা লগা

শনিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘সিবিআইয়ের তলব পেয়ে উনি আতঙ্কিত, দিশেহারা। তিনি বুঝেছেন তাঁর নব জোয়ারের যাত্রাপথ তিহাড়ের দিকে এগিয়ে চলেছে। সেই আতঙ্কেই তিনি এধরণের কথাবার্তা বলেছেন। আর আমাকে ইঙ্গিত করে যতবার বলবেন, এই পিসি ভাইপোকে উৎখাত করার জন্য আমার রাজনৈতিক লড়াই আরও বেগবান হবে। হিন্দিতে যাকে বলে, ইয়ে ডর হামে আচ্ছা লগা’।

এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘কুন্তলের অভিযোগের ভিত্তিতে সিবিআই আমাকে তলব করলে সুদীপ্ত সেনের অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে তলব করবে না কেন?’

সঙ্গে অভিষেকের দাবি, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন বলে তাঁর ক্ষেত্রে সদয় কেন্দ্রীয় এজেন্সি। এদিন অভিষেক প্রশ্ন করেন, ‘যত আইন কানুন সব কি তৃণমূলের জন্য’?

কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে ইডির দায়ের করা মামলায় শনিবার কলকাতার নিজাম প্যালেসে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা করে সিবিআই। জেরা সামলে রাত ৯টা ৪০ মিনিট নাগাদ সাংবাদিকদের অভিষেক বলেন, ‘জেরার নির্যাস হল অশ্বডিম্ব। ওদেরও সময় নষ্ট। আমারও সময় নষ্ট।’ নিজাম প্যালেস থেকে বেরিয়ে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান অভিষেক। সেখানে দুজনের মধ্যে একান্ত বৈঠক হয়।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

সাফারি বাসের জানালা দিয়ে উঁকি দিল লেপার্ড, ভয়ে কাঁটা পর্যটকরা বর্ডার গাভাসকর সিরিজ জয়ই লক্ষ্য! অস্ট্রেলিয়ায় ইন্ডিয়া এ দলের সঙ্গে ম্যাচ ভারতের… ভোটে জিততেই ভিনেশকে বজরংয়ের শুভেচ্ছা! পিটি ঊষা ভুলতে পারেননি অলিম্পিক্সের অপমান ‘সবই তো বুঝলাম বউ…’, বিয়ের পর প্রথম পুজো,রোম্যান্টিক মুডে কৌশাম্বি! নালিশ আদৃতের 'সিস্টেমের জন্যই ফস্কে গেল জয়…' হরিয়ানার কংগ্রেস যেন বাংলার বিজেপি 'একাধিক কারণেই…' আশ্বিনে বিয়ে করার কারণ খোলসা করলেন রূপসা, কবে যাচ্ছেন হানিমুনে গণইস্তফা দিয়ে চাপ বাড়ালেন ডাক্তাররা, নবান্ন দিল কড়া বার্তা, কারা রইলেন চাপে? '৩৭০ ধারা সরালে কাশ্মীর জ্বলবে ভেবেছিল অনেকে, কিন্তু আরও সুন্দর হয়ে উঠেছে' জঙ্গি হামলায় হারিয়েছেন বাবাকে, উপত্যকায় বাজিমাত বিজেপির সেই মহিলা প্রার্থীর টেক্কার প্রিমিয়ারে রাজকীয় লুকে দেব-রুক্মিণী, হাজির টোটাও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.