সিবিআইয়ের জেরা সামলে বেরোতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। নিজাম প্যালেস থেকে বেরিয়ে তাঁর বিরুদ্ধে অভিষেকের তোলা অভিযোগের পালটা কটাক্ষ করে শুভেন্দু বললেন, ইয়ে ডর হামে আচ্ছা লগা
শনিবার রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘সিবিআইয়ের তলব পেয়ে উনি আতঙ্কিত, দিশেহারা। তিনি বুঝেছেন তাঁর নব জোয়ারের যাত্রাপথ তিহাড়ের দিকে এগিয়ে চলেছে। সেই আতঙ্কেই তিনি এধরণের কথাবার্তা বলেছেন। আর আমাকে ইঙ্গিত করে যতবার বলবেন, এই পিসি ভাইপোকে উৎখাত করার জন্য আমার রাজনৈতিক লড়াই আরও বেগবান হবে। হিন্দিতে যাকে বলে, ইয়ে ডর হামে আচ্ছা লগা’।
এদিন নিজাম প্যালেস থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘কুন্তলের অভিযোগের ভিত্তিতে সিবিআই আমাকে তলব করলে সুদীপ্ত সেনের অভিযোগের ভিত্তিতে শুভেন্দু অধিকারীকে তলব করবে না কেন?’
সঙ্গে অভিষেকের দাবি, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন বলে তাঁর ক্ষেত্রে সদয় কেন্দ্রীয় এজেন্সি। এদিন অভিষেক প্রশ্ন করেন, ‘যত আইন কানুন সব কি তৃণমূলের জন্য’?
কুন্তল ঘোষের অভিযোগের ভিত্তিতে ইডির দায়ের করা মামলায় শনিবার কলকাতার নিজাম প্যালেসে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রায় সাড়ে ৯ ঘণ্টা জেরা করে সিবিআই। জেরা সামলে রাত ৯টা ৪০ মিনিট নাগাদ সাংবাদিকদের অভিষেক বলেন, ‘জেরার নির্যাস হল অশ্বডিম্ব। ওদেরও সময় নষ্ট। আমারও সময় নষ্ট।’ নিজাম প্যালেস থেকে বেরিয়ে পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়িতে যান অভিষেক। সেখানে দুজনের মধ্যে একান্ত বৈঠক হয়।