বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: ‘NRC নিয়ে মুসলিমদের ভয় দেখাচ্ছেন’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

Suvendu Adhikari: ‘NRC নিয়ে মুসলিমদের ভয় দেখাচ্ছেন’, মমতাকে কটাক্ষ শুভেন্দুর

 শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

এতদিন তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে আসছিল। এদিনের সভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পালটা বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করেন, তিনি ভোট ব্যাঙ্কের রাজনীতি করেন।’

এনআরসি নিয়ে আবারও তৃণমূলকে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআরসি নিয়ে মানুষকে মিথ্যা ভয় দেখিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছেন বলে কটাক্ষ করলেন বিরোধী দলনেতা। আজ রেড রোডে সংখ্যালঘু মোর্চার প্রতিবাদ সমাবেশে যোগ দেন শুভেন্দু অধিকারী। সেখানে এনআরসি নিয়ে মমতাকে কটাক্ষ করার পাশাপাশি তৃণমূলের বিরুদ্ধে অশান্তি এবং বিভাজনের রাজনীতি করার পালটা অভিযোগ তোলেন বিরোধী দলনেতা।

এতদিন তৃণমূল কংগ্রেস বিজেপির বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগ তুলে আসছিল। এদিনের সভায় শুভেন্দু অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পালটা বিভাজনের রাজনীতি করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিভাজনের রাজনীতি করেন, তিনি ভোট ব্যাঙ্কের রাজনীতি করেন। তিনি মানুষের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা, দারিদ্র মেটাতে সাহায্য করেননি। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দুটো অস্ত্র। এক হচ্ছে অশান্তি করে পুলিশকে নিষ্ক্রিয় রাখা। আর বিভাজনের রাজনীতি করা। আমরা ওরা ভাগ করে দাও আর ভোটটা নিয়ে নাও।’

অন্যদিকে, এনআরসিকে মমতা হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে শুভেন্দু কটাক্ষ করেন। তিনি বলেন, ‘মমতা সংখ্যালঘুদের বোঝানোর চেষ্টা করছে যে বিজেপি এলে তারা নিরাপদ থাকবে না। আর সেই সঙ্গে এনআরসি চাষ করছে তৃণমূল কংগ্রেস।’ পাশপাশি, ধর্মীয় মঞ্চে রাজনৈতিক কথা বলা প্রসঙ্গে মমতাকে কটাক্ষ করেছেন শুভেন্দু। তিনি বলেন, ‘গত শনিবার ধর্মতলায় ইদের নামাজ শেষে ধর্মীয় মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট করার কথা বলেছিলেন। তিনি বলেছিলেন ২৪–এর ভোট করতে হবে।’ ধর্মীয় মঞ্চে এভাবে রাজনৈতিক কথা বলা যায় না বলে কটাক্ষ করেছেন শুভেন্দু। সংখ্যালঘু ভোট নিয়ে তিনি বলেন, ‘২০২১ সালের বিধানসভা নির্বাচনে সংখ্যালঘুরা দু-হাত তুলে মমতাকে ভোট দিয়েছেন। তবে পশ্চিমবাংলায় সংখ্যালঘুরা মমতার ভোটব্যাঙ্ক ছিল না। মাঝখানে হয়েছিল ভবিষ্যতে থাকবে না। অনেক সংখ্যালঘু তৃণমূলের কাছ থেকে সরে এসেছে। আগামী আরও সরে যাবে। ভারতীয় জনতা পার্টির সংখ্যালঘু মোর্চা মুসলিম, শিখ, খ্রিস্টান, জৈন ,বৌদ্ধ সমস্ত সংখ্যালঘুদের নিয়ে মমতাকে নবান্ন থেকে টেনে নামাবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন