ওপারে অশান্তি। হিন্দু নির্যাতন চলছে। আর এপারে তার প্রতিবাদে সরব রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
বৃহস্পতিবার রানি রাসমনি অ্যাভিনিউতে সনাতনীদের প্রতিবাদ সভা ছিল। সেখানে অংশ নেন শুভেন্দু।
তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, হিন্দুরা প্রতিদিন আক্রান্ত। এপারে এসে হিন্দু মহিলারা যেভাবে বনগাঁ বর্ডারে এসে বলছেন তাতে প্রতি হিন্দুরই উচিত কর্মসূচিতে অংশ নেওয়া। তবে সবথেকে রানী রাসমনিতে সিদ্দিকুল্লার নেতৃত্বে মাদ্রাসার বাচ্চাদের হাজির করেছিল সেখানে হাইকোর্টে যেতে হয়নি। তৃণমূলের সংখ্য়ালঘু সেলকে নিয়ে মিটিং করল হাইকোর্টের অনুমতি লাগল না। আর হিন্দু সন্ন্যাসীদের হাইকোর্ট নিয়ে অনুমতি নিয়ে রানি রাসমণিতে কর্মসূচি করতে হচ্ছে। ওপারে ইউনুস যাহা, এপারের মমতা ব্যানার্জি তাহা। ওখানে আমন্ত্রণের ব্যাপার নেই। আমি যাব। দেড় বছর লেগেছিল পাকিস্তানকে সরাতে। আর মাত্র ৫ মাস। এখানে একটু সময় লাগবে। তালিবানি সরকার সংবিধান বদলে ওখানে পার্সোনাল ল লাগু করার চেষ্টা করছে।
সভায় শুভেন্দু বলেন, বাংলাদেশ থেকে বাণিজ্য হয় মাত্র ১১.২৫ বিলিয়ন। দশের পরে রয়েছেন আপনারা। আমাদের অর্থনীতি আপনাদের উপর নির্ভর করে না। আর আমরা কটন পাঠাই, ফুড ইন্ডাস্ট্রি, শাক সবজি, ডিম, পেঁয়াজ সব মিলিয়ে ৯৭টি জিনিসের উপর নির্ভরশীল আপনারা। নৌকা, লঞ্চের যন্ত্রও ভারত দেয়।
এরপর বাংলাদেশের হালুয়া কীভাবে টাইট দিয়েছেন তা সবিস্তারে বলেন শুভেন্দু। তিনি বলেন, একদিন পেট্রাপোল বন্ধ করেছিলাম। ৪০ গাড়ি পেঁয়াজ পচে গিয়েছে। এক দিনে হালুয়া টাইট করে দিয়েছি। এক্সপোর্টার, ইমপোর্টাররা সবাই হিন্দু।… ওরা বলছেন আর সাতটা দিন করে দিন দাদা…
শুভেন্দু বলেন, মুক্তিযোদ্ধারা আরও ঐক্যবদ্ধ থাকুন। ২০ জানুয়ারি ২০২৫ এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য় এগিয়ে আসবে।
তিনি বলেন,‘আরেকটা ১৬ ডিসেম্বর আসছে। বিজয় দিবস। পাকিস্তানের জেনারেল নিয়াজি আত্মসমর্পণ করেছিলেন। ২০২৫ আসছে। হিন্দুরা আরেকটু চোয়াল শক্ত করে রাখুন। মুক্তিযোদ্ধারা আরেকটু ঐক্যবদ্ধ থাকুন। ২০ জানুয়ারি ২০২৫এর পরে বিশ্ব সমাজ বাংলাদেশের জন্য এগিয়ে আসবে। অবৈধ লোকেদের উৎখাত করব।’
কার্যত ভারত থেকে প্রচুর পণ্য যায় বাংলাদেশে। সেই ভারতের উপর নির্ভরশীল বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ। এদিকে বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম ক্রমশ বাড়ছে। কিন্তু তারপরেও হুঁশ ফিরছে না বাংলাদেশের। এখনও ভারত বিদ্বেষ। তবে এবার সাধু সন্ন্যাসীদের পাশে নিয়ে তীব্র বাক্য়বাণ নিক্ষেপ করলেন শুভেন্দু।