বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > লিয়েন্ডারের বাড়ি কোথায়? অধীরকে সমর্থন ! রাখঢাক নয়, সব কথাই খুলে বললেন শুভেন্দু

লিয়েন্ডারের বাড়ি কোথায়? অধীরকে সমর্থন ! রাখঢাক নয়, সব কথাই খুলে বললেন শুভেন্দু

বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

শুভেন্দু বলেন, আমার সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকলেও বহরমপুরের সাংসদ যেটা বলেছেন সেটা সমর্থন করি।

গোয়াতে তৃণমূলের পতাকা হাতে তুলে নিয়েছেন টেনিস তারকা লিয়েন্ডার পেজ। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রকৃত চ্য়াম্পিয়ন হিসাবেও উল্লেখ করেছেন তিনি। এবার  গোয়াতে লিয়েন্ডার পেজের তৃণমূলে যোগদানকে কটাক্ষ করে ময়দানে নামলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘লিয়েন্ডার পেজের বাড়ি তো কলকাতায়, পার্কস্ট্রিটে। সে গোয়া থেকে কবে এল? সে গোয়ার লোকটা হল কবে? এই তো পার্কস্ট্রিটে বাড়ি। বাড়ি কোথায় শ্রীনগরে না ভাঙরে? শুনুন এসব করে কিছু হবে না। আমি ওই পার্টি এতদিন করেছি। আমাকে অসমের অবজার্ভার করা হয়েছিল। নোটার থেকেও কম ভোট পায়। ওড়িশার বালাসোরে প্রার্থী দিয়েছিলাম আমরা, ২০৪টা ভোট পেয়েছিলাম। এসব করে কিছু হবে না।’ 

শুভেন্দু বলেন, ‘আমার সঙ্গে রাজনৈতিক বিরোধ থাকলেও বহরমপুরের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী যেটা বলেছেন সেটা সমর্থন করি। বাংলা থেকে লুঠেছে। সেই লুঠের টাকা নিয়ে গোয়াতে, ত্রিপুরায় করছে। আমাদের এখানে চুক্তিভিত্তিক কর্মীরা বেতন পায় না।  সরকারি কর্মীরা  ডিএ পায় না। এখানকার হাসপাতালে স্ক্য়ান মেশিন খারাপ হয়। বাংলা রসাতলে যায়। বাঁধ সারানোর টাকা দেয় না। পশ্চিমবঙ্গ থেকে টাকা তুলে খরচ করা হচ্ছে। আগে ৪৪ লক্ষ টাকা মাসে হেলিকপ্টারের জন্য় ব্যয় করা হত। এখন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের করের টাকায় হেলিকপ্টার চড়েছেন। সেখানে তিনি আর ভাইপো ছাড়া কেউ চড়েন না। বাংলার স্বার্থে গোয়া সফর নয়। বছরে ৩৬ কোটি টাকা প্লেনে খরচ করছেন। বাংলার যে মানুষরা মমতা ব্য়ানার্জিকে ভোট দিয়েছেন তাঁরা দেখুন।’ 

 

বন্ধ করুন