নিয়োগ দুর্নীতিকাণ্ডে গ্রেফতার তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মোবাইল ফোন নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, শান্তনুর মোবাইলে ভাইপোর সব সব আছে। তিনি বলেন, ১০ বছর আগের হোয়াটসঅ্যাপ চ্যাট বার করবে ইডি।
এদিন শুভেন্দু বলেন, ‘আরে শান্তনুর মোবাইলে ভাইপোর সব আছে। ওরা তো সব ১০ বছর আগের হোয়াটসঅ্যাপ চ্যাট বার করবে। ভাইপো তো ফেসটাইম করছে ২ বছর। তার আগে তো চ্যাটিং হত। আরে আমি ওদের সঙ্গে ছিলাম তো। এদের এই পরিণতি দেখতে পাবেন। এরা কোথায় যায়। ইডি সব বের করে নেবে। পাতালে টাকা রাখলেও বের করে নেবে’।
গত শুক্রবার হুগলি জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যুব তৃণমূল নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। এর পর তাঁর ২০ কোটি টাকার সম্পত্তির খোঁজ পান গোয়েন্দারা। তাঁর ২টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। সোমবার শান্তনুকে আদালতে পেশ করে ইডি দাবি করে, শান্তনুর মোবাইল ফোন দুটি সোনার খনি। সেখানে যে যে ব্যক্তির নাম রয়েছে তা আদালতে প্রকাশ্যে বলা যাবে না। আদালত থেকে বেরনোর সময় শান্তনু বলেন, আমার ফোন সব কথা বলে দেবে। আমার ফোনে সব রয়েছে।
যদিও তৃণমূল নেতা তাপস রায়ের দাবি, এই সব তথ্য শুভেন্দু জানতে পারছে কী করে? ও ইডিকে জানাচ্ছে না ইডি ওকে খবর দিচ্ছে? যাই হয়ে থাক তা তদন্তের জন্য ভালো নয়।
সিপিএম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘শুভেন্দুবাবু ওদের দলে ছিলেন কিছুদিন আগে পর্যন্ত। ওনার কাছে তথ্য থাকতে পারে। তবে ইডি যতক্ষণ আদালতে তথ্য পেশ করছে ততক্ষণ তার কোনও দাম নেই।’