অমিত শাহের কলকাতা সফরের দিন বিধানসভায় তৃণমূলের কর্মসূচিতে টান টান উত্তেজনা। বুধবার বিকেলে বিধানসভা চত্বরে তৃণমূলের ধরনা চলাকালীন সেখানে পৌঁছে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা চত্বরে ঢুকেই ‘মমতা চোর’ স্লোগান তোলেন তিনি।
বুধবার শাহের কলকাতা সফরের দিন বিশেষ কর্মসূচি গ্রহণ করেছিল তৃণমূল। এদিন কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে বিধানসভায় কালো পোশাক পরে আসেন তৃণমূল বিধায়করা। বিধানসভায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। অধিবেশন শেষে বিধানসভা চত্বরে কেন্দ্রীয় বকেয়ার দাবিতে ধরনায় বসে তৃণমূল। ধরনায় নেতৃত্ব দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বিজেপি নেতাদের নাম করে ‘চোর’ স্লোগান দেন তৃণমূল বিধায়করা।
খবর পেয়েই বিজেপি বিধায়কদের সঙ্গে নিয়ে বিধানসভায় পৌঁছে যান শুভেন্দু অধিকারী। বিধানসভা চত্বরে ঢোকার সময়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল দেখিয়ে ‘চোর চোর’ স্লোগান দেন তিনি। এর পর বিধানসভার মূল প্রবেশদ্বারের মুখে বসে পড়েন শুভেন্দুবাবুসহ অন্য বিজেপি বিধায়করা। তৃণমূলের মুখোমুখি বসে পালটা স্লোগান দিতে থাকেন তাঁরা। কিছুক্ষণের মধ্যে স্লোগান, পালটা স্লোগানে সরগরম হয়ে ওঠে বিধানসভা চত্বর।
শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেন, ‘এই সরকার চোর। মমতা বন্দ্যোপাধ্যায় চোর। তিনিই সব দুর্নীতির মাথা। আমরা তার শাস্তি চাই।’