শুভেন্দু অধিকারীর সভার অনুমতি না দিয়ে ফের একবার আদালতে মুখ পুড়ল রাজ্য সরকারের। ১৭ মে বাঁকুড়ার সিমলিপালে শুভেন্দুর সভার অনুমতি দিলেন বিচারপতি রাজশেখর মান্থা। বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টার মধ্যে সভা করার অনুমতি দিয়েছেন তিনি।
বাঁকুড়ার সিমলিপাল রাজবাড়ির মাঠে সভা করার কথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। সেই সভার অনুমতি দিয়েও প্রত্যাহার করে নেয় পুলিশ। জানায় মাঠ ব্যবহারের অনুমতিপত্র দেখাতে পারেনি বিজেপি। প্রশাসনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয় বিজেপি। সেখানে বিজেপির আইনজীবী বলেন, বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করতে উঠেপড়ে লেগেছে পুলিশ। তাই কোথাও বিরোধী দলনেতার সভার অনুমতি দেওয়া হচ্ছে না। পালটা অনুমতি না দেওয়ার জন্য প্রক্রিয়াগত কারণ দেখায় রাজ্যের আইনজীবী। দুপক্ষের বক্তব্য শুনে সভা করার অনুমতি দেয় আদালত।
বলে রাখি, ঠিক একই ধরণের একটি মামলায় গত সপ্তাহে বিচারপতি রাজশেখর মান্থা তাঁর পর্যবেক্ষণে বলেছিলেন, বিরোধীদের সভার যখন আইনশৃঙ্খলার কারণে বারবার খারিজ করা হয় সেই জায়গাতেই ২ দিন পর শাসকদল সভা করলে আইনশৃঙ্খলার সমস্যা হয় না কেন? আদালতের এই পর্যবেক্ষণের পরেও শুভেন্দুর সিমলিপালের সভার অনুমতি দেয়নি পুলিশ। যার অবধারিত পরিণতি হিসাবে ফের আদালতে মুখ পুড়ল তাদের।