বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পিছনে রয়েছে তৃণমূলের ষড়যন্ত্র। সোমবার এক সাংবাদিক বৈঠকে এমনই দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর প্রশ্ন, সিবিআই তদন্ত নিয়ে তৃণমূল এত উদ্বিগ্ন কেন?
শুভেন্দুবাবু বলেন, ‘গোটা ঘটনার পিছনে তৃণমূল আছে। এই ষড়যন্ত্রে তৃণমূল আছে। গত রাতে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পর থেকে ওরা এত উদ্বিগ্ন কেন? ঘটনাস্থল তো অন্য রাজ্যে। দুই রেল আধিকারিকের কল ট্যাপ করা যে আগামীদিনে কত বড় ঘটনা হতে চলেছে তৃণমূল বুঝতে পারবে’।
বলে রাখি, রবিবার বিকেলে বালেশ্বর দুর্ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করে রেল মন্ত্রক। তার আগে তৃণমূল নেতা কুণাল ঘোষ একটি অডিয়ো ক্লিপ টুইট করেন। তাঁর দাবি, ওই ক্লিপ ২ রেল আধিকারিকের কথোপকথনের। তবে এর সত্যতা যাচাই করেননি তিনি। সেখানে ২ কর্তাকে দুর্ঘটনার কারণ নিয়ে আলোচনা করতে শোনা যাচ্ছে।
এর পর সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনার সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলাম। কিছু বার করতে পারেনি। সাঁইথিয়া দুর্ঘটনাতেও কোনও ফল মেলেনি। তাই এবারও কী হবে জানি না। সিবিআইয়ের কাজ খুন, জখমের তদন্ত করা। এই সব তদন্ত রেলের সেফটি কমিশনই ভালো করে।