একেবারে হাড়হিম করা ঘটনা। গোটা দেশের কাছে মাথা হেঁট হয়ে গিয়েছে বাংলার। আরজি করের সেমিনার হলের ভেতর এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়েছে । এই ঘটনায় এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করা হয়েছে। এরপর থেকেই গোটা ঘটনার প্রতিবাদে দেশ জুড়ে শুরু হয়েছে আন্দোলন।
আর এবার সেই আরজি করের ঘটনায় বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সাফ জানিয়েছেন, ১৫ অগস্ট স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন করে মুখ্য়মন্ত্রী রাজভবনে যান। ওইদিনই তিনি জাতীয় পতাকা উত্তোলন করেই যেন পদত্যাগপত্র জমা দেন।
শুভেন্দু বলেন, ‘গতকাল আমি জনস্বার্থ মামলা করেছিলাম। আমি খবর পেলাম বাড়ির পক্ষ থেকেও গিয়েছিলেন। এটা কোনও ব্যক্তি বিশেষের ঘটনা নয়। আমাদের সকলকে পৃথিবীর আলো দেখিয়েছেন মায়েরা। আর রক্ষকই- ভক্ষক। আদালতের নজরদারিতে আমরা সিবিআই তদন্ত হোক এটাই চাই। তদন্ত হলে বোঝা যাবে এটা গ্যাং রেপ অ্যান্ড মার্ডার। যেটা মমতা ব্যানার্জির পুলিশ গর্হিত অপরাধ করেছে যে তারা ইউডি কেস চালু করেছে। অন রেকর্ড এটাকে সুইসাইড বলে তদন্তের আগে উপসংহার টেনে দিয়েছে। এটা ভয়াবহ ক্রাইম বিনীত গোয়েলের দ্বারা, পুলিশমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মাধ্য়মে এটা হয়েছে। আমি বিরোধী দলনেতা হিসাবে বলছি আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত করতে হবে। অনেক প্রমাণ নষ্ট করেছে। আর যেন না করতে পারে। মমতা বন্দ্যোপাধ্য়ায়কে চেয়ার থেকে সরতে হবে। তিনিই স্বাস্থ্যমন্ত্রী। আমি সিবিআই তদন্ত হলে বলব, ডাঃ এসপি দাস, বিনীত গোয়েল ও ডাঃ সন্দীপ ঘোষ। আমি গত তিনদিন ধরে চিঠি দিচ্ছি যে আমি আরজি করে সবার সঙ্গে দেখা করতে চাই। আমাকে অনুমিত দেওয়া হোক। তারা জবাব দিল না। গতকাল স্বাস্থ্য়সচিব, মুখ্য়সচিবকে চিঠি দিয়েছি। তারপরেও জবাব দিচ্ছে না। ’
শুভেন্দু বলেন, ‘পতাকা টতাকা মারুন গুলি। একটা পয়েন্ট দাবিতে নবান্ন চলুন। আপনারা ডাকুন। আমি নাগরিক হিসাবে আসবই। নবান্ন থেকে তাড়াতেই হবে। আপনি স্বাধীনতা দিবসের পতাকা তুলুন শেষবারের জন্য এরপর আপনি রাজ্যপালের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিন। আপনি এটা থামাতে পারবেন না। আগামীকালই বিজেপি বিধায়করা ওয়ান পয়েন্ট দাবিতে ধর্নায় বসব। ’
কার্যত এবার মমতার পদত্যাগের দাবিতে জোরালো সওয়াল করলেন শুভেন্দু। কাল থেকে ধরনায় বসার হুঁশিয়ারি দিলেন তিনি।