বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: দলবদলু দুই বিধায়কের পাশে আসন, রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে গেলেন না শুভেন্দু

Suvendu Adhikari: দলবদলু দুই বিধায়কের পাশে আসন, রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে গেলেন না শুভেন্দু

শুভেন্দু অধিকারী (এএনআই) (Utpal Sarkar)

দল বদল করা দুই বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাসের পাশে তাঁর আসন রাখায় রাজ্যপালের শপথগ্রহণ অনুষ্ঠানে গেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ, বুধবার শপথ নিলেন পশ্চিমবঙ্গের নয়া রাজ্যপাল সিভি আনন্দ বোস। তবে শপথগ্রহণ অনুষ্ঠানে গেলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন সকালে টুইট করে শুভেন্দু জানিয়ে দিয়েছিলেন যে দল বদল করা দুই বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাসের পাশে তাঁর আসন রাখায় তিনি শপথগ্রহণ অনুষ্ঠানে অংশ নেবেন না। পাশাপাশি বিরোধী দলনেতা আরও জানিয়েছিলেন যে তিনি পরে রাজ্যপালের থেকে সময় চেয়ে নিয়ে তাঁর সঙ্গে দেখা করবেন।

এদিন টুইট বার্তায় শুভেন্দু লেখেন, ‘পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে শপথ নেওয়ায় ডক্টর সিভি আনন্দ বোসকে আন্তরিক অভিনন্দন। এই শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিষয়ক বিভাগ। ভারপ্রাপ্ত মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে বসার ব্যবস্থা করা হয়েছে।’ এর সঙ্গেই একটি ছবি পোস্ট করেন শুভেন্দু। সেখানে দেখা যাচ্ছে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দুই বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাসের আসন তাঁর জন্য নির্দিষ্ট করা আসনের পাশেই।

শুভেন্দু লেখেন, ‘অসভ্য রাজনীতির একেবারেই লজ্জাজনক উদাহরণ। 'শীঘ্রই অযোগ্য ঘোষণা হতে চলা' বিধায়ক কৃষ্ণ কল্যাণী এবং বিশ্বজিৎ দাসের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে বিরোধী দলনেতার। দুজনেই বিজেপির টিকিটে নির্বাচিত হয়েছিলেন এবং পরে টিএমসিতে যোগদান করেছিলেন। তাই তাঁদের বিরুদ্ধে দলত্যাগ বিরোধী কার্যক্রম চলছে।’ শুভেন্দু লেখেন, ‘আমি অনুষ্ঠানে যোগ দেব না কারণ আমার পক্ষে এই ধরনের আপত্তিকর ব্যক্তিদের পাশে আসন গ্রহণ করা সম্ভব নয়। আমি মাননীয় রাজ্যপালকে অনুরোধ করেছি যাতে কোনও এক সময় তাঁর সুবিধা অনুযায়ী আমাকে আলাদাভাবে একটি অ্যাপয়েন্টমেন্ট দেন।’

এরপর মমতাকে আক্রমণ শানিয়ে শুভেন্দু বলেন, ‘কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় "নন্দীগ্রাম ১৯৫৬" নিয়ে এখনও দুঃস্বপ্ন দেখেন। তাই ঈর্ষার বশবর্তী হয়ে এটা করছেন তিনি। "নিরলস সাহিত্য সাধনার" জন্য বাংলা আকাদেমি পুরস্কারের পরিবর্তে তাঁকে "সাংবিধানিক নিয়মকে হেয় করার জন্য নিরলস সাধনার প্রতিহিংসামূলক পুরস্কার" দেওয়া উচিত ছিল।’

বাংলার মুখ খবর

Latest News

ভোটের মুখে মাথায় হাত রাহুলদের, কংগ্রেসের হাতে ১৭০০ কোটির নোটিশ ধরাল আয়কর দফতর রুবি থেকে প্রথমবার মেট্রো ছুটল বেলেঘাটায়! কবে উদ্বোধন? জুড়ে হাওড়ার সঙ্গে টফির লোভ দেখিয়ে ৩ বছরের শিশুকে ধর্ষণ, দিল্লিতে গ্রেফতার বিবাহিত যুবক এরপর হাইওয়েতে স্যাটেলাইট থেকে সরাসরি টাকা কেটে যাবে, থাকবে না টোল প্লাজা-গডকরি কংগ্রেস প্রার্থী নকুলের সম্পত্তির পরিমাণ ৭০০ কোটি, হলফনামায় জানালেন কমলপুত্র আদানির সংস্থার ২৬% শেয়ার কিনে ফেললেন আম্বানি! তাও মাত্র ৫০ কোটিতে তিপ্রা মোথার সঙ্গে বিজেপির জোট থাকবে ২০২৮ পর্যন্ত, লোকসভা নির্বাচনে বড় সমীকরণ নিয়মের ফাঁক দিয়ে DC-র বিরুদ্ধে ৫ জন বিদেশি খেলাল রাজস্থান, রেগে লাল সৌরভ-পন্টিং ওড়িশায় বাংলাদেশি বলে মারধর! ২০ পরিযায়ী শ্রমিককে উদ্ধার করলেন তৃণমূল সাংসদ ঠাকুরদা ছিলেন কংগ্রেস সভাপতি, দাদু সেনার ব্রিগেডিয়ার, আর মুখতার হয়েছিলেন 'ডন'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.