বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে মামলা শুভেন্দুর! CBI ও ED-কে দিয়ে তদন্তের দাবি

Suvendu Adhikari: ১০০ দিনের কাজে দুর্নীতির অভিযোগে মামলা শুভেন্দুর! CBI ও ED-কে দিয়ে তদন্তের দাবি

শুভেন্দু অধিকারী (PTI)

বিরোধী দলনেতা ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতিতে তদন্তের জন্য কেন সিবিআই এবং তদন্তের প্রয়োজন তার ব্যাখ্যা করেছেন। শুভেন্দু অধিকারীর দাবি, কী পদ্ধতিতে দুর্নীতি হয়েছে তা জানার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন এবং টাকা কাদের কাছে গিয়েছে তা জানার জন্য ইডি তদন্তের প্রয়োজন।

১০০ দিনের কাজের প্রকল্পে প্রায়ই রাজ্য সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে থাকেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিভিন্ন সভা মঞ্চ থেকে এই প্রকল্পে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে সরব হতে দেখা গিয়েছে তাঁকে। এমনকী কেন্দ্রের কাছেও চিঠি লিখেছেন। এবার এই দুর্নীতির অভিযোগ তুলে তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তিনি আদালতে আর্জি জানিয়েছেন, সিবিআই এবং ইডিকে দিয়ে এই ঘটনার তদন্ত করানো হোক।

বিরোধী দলনেতা ১০০ দিনের কাজের প্রকল্পে দুর্নীতিতে তদন্তের জন্য কেন সিবিআই এবং তদন্তের প্রয়োজন তার ব্যাখ্যা করেছেন। শুভেন্দু অধিকারীর দাবি, কী পদ্ধতিতে দুর্নীতি হয়েছে তা জানার জন্য সিবিআই তদন্তের প্রয়োজন এবং টাকা কাদের কাছে গিয়েছে তা জানার জন্য ইডি তদন্তের প্রয়োজন। বিরোধী দলনেতা মনে করেন, এই দুটি সংস্থা তদন্ত করলে তবেই আসল তথ্য জানা যাবে।

যদিও ১০০ দিনের কাজের প্রকল্পে টাকা নয়ছয়ের অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা এই প্রথম নয়। এর আগেও এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। অন্যদিকে, রাজ্য পঞ্চায়েত দফতর এই দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছে। তাদের বক্তব্য, কেন্দ্রীয় নিয়ম মেনে অডিট, জিও ট্যাগিং, মোবাইল ব্যবহার ,নজরদারি চালানো হয়। ফলে এক্ষেত্রে অনিয়মের কোনও সুযোগ নেই। হাইকোর্ট সূত্রের খবর, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে চলতি সপ্তাহেই এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

বন্ধ করুন