শুভেন্দু অধিকারীর 'সেমসাইড গোল'-এ কি আড়াআড়িভাবে বিভক্ত হয়ে গেল বিজেপি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সমার্থক হয়ে যাওয়া ‘সবকা সাথ সবকা বিকাশ' স্লোগান পালটে দিয়ে বুধবার শুভেন্দু যে মন্তব্য করেন, তা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। বিষয়টি নিয়ে শুভেন্দু সাফাই দেওয়ার পরেও বিতর্ক থামছে না। শুভেন্দু নিজের মন্তব্যের পক্ষে সাফাই দিয়ে যে টুইট করেন, সেটি রিটুইট করেন বিজেপির তথ্যপ্রযুক্তি সেলের প্রধান অমিত মালব্য। যদিও শুভেন্দুর যে মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে, সেটায় বিশেষ পাত্তা দেননি বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। বরং সেই বিষয়টি বিজেপির কী অবস্থান, সেটার উপর জোর দেন তিনি।
শুভেন্দুর কোন মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে?
কলকাতায় বিজেপির একটি কর্মসূচিতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা বলেন, 'আমিও বলেছি, আমিও বলেছি, রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ। আর বলব না। বলব, জো হামারা সাথ, হাম উনকা সাথ। জো হামারি সাথ, জো হামারি সাথ, হাম উনকা সাথ। সবকা সাথ, সবকা বিকাশ বনধ কর। সংখ্যালঘু মোর্চার কোনও দরকার নেই।’
শুভেন্দুর সাফাই
সেই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হওয়ায় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ সাফাই দেন শুভেন্দু। পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা বলেন, ‘আমার কথার প্রেক্ষাপট পালটে দেওয়া হয়েছে। আমি খুব স্পষ্টভাবে বলেছি, যাঁরা জাতীয়তাবাদী, যাঁরা দেশ এবং বাংলার পক্ষে থাকেন, তাঁদের সঙ্গে আমাদের থাকা উচিত।'
শুভেন্দু আরও বলেন, 'যাঁরা আমাদের পক্ষে থাকেন না, যাঁরা দেশ এবং বাংলার স্বার্থবিরোধী কাজ করেন, তাঁদের স্বরূপ ফাঁস করে দিতে হবে আমাদের। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সংখ্যাগুরু এবং সংখ্যালঘু চিহ্নিত করে মানুষের মধ্যে বিভাজন করা উচিত নয়। তাঁদের সকলকে ভারতীয় হিসেবে দেখা উচিত। আমি লিখিতভাবে এবং মনের অন্তর থেকে প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসে বিশ্বাস করি।’
শুভেন্দুর মন্তব্য নিয়ে সুকান্ত
বঙ্গ বিজেপির সভাপতি বলেন, ‘ইতিমধ্যে এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের অবস্থান ব্যাখ্য়া করেছেন। তিনি টুইটও করেছেন। এ বিষয়ে আমাদের সরকার এবং বিজেপির অবস্থান খুব পরিষ্কার। আমাদের মুখ্য মুখপাত্রও (বিজেপির) অবস্থান স্পষ্ট করেছেন। আমরা আমাদের সরকারের ঘোষিত সবকা সাথ সবকা বিকাশ নীতিতে বিশ্বাস করি।’