বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিশেষ অডিটে 'না' হাই কোর্টের, কাঁথি কো-অপারেটিভ মামলায় আপাতত স্বস্তিতে শুভেন্দু

বিশেষ অডিটে 'না' হাই কোর্টের, কাঁথি কো-অপারেটিভ মামলায় আপাতত স্বস্তিতে শুভেন্দু

শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

কাঁথি সমবায় ব্যাঙ্কের বিশেষ অডিট এখনই করা যাবে না। এই অডিটের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট।

কাঁথি সমবায় ব্যাঙ্কের বিশেষ অডিট এখনই করা যাবে না। শুক্রবার এই অডিটের উপর স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকারের এই নির্দেশে স্বস্তি পেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উল্লেখ্য, সম্প্রতি কাঁথি সমবায় ব্যাঙ্কে আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে। সেই অভিযোগের ভিত্তিতে প্রথমে ১২ জুন ও পরে ১৪ জুন ব্যাঙ্কের বিশেষ অডিটের নোটিশ জারি করে রাজ্য সরকার। সেই নোটিশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা করে কাঁথি সমবায় ব্যাঙ্ক।

শুক্রবার এই মামলার শুনানিতে দুই পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন আপাতত বিশেষ অডিট করা যাবে না। তবে ব্যাঙ্কের নথিপত্র দেখা যাবে। এই বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে রাজ্যের সঙ্গে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। পাশাপাশি চার সপ্তাহের মধ্যে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ অন্যান্য সব পক্ষকে হলফনামা দিয়ে নিজেদের বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

বিচারপতি এই বিষয়ে বলেন, 'রাজ্যের অর্থ দফতরের তরফ যে নোটিশ অডিটের ব্যাপারে দেওয়া হয়েছে, সেখানে অডিটের কোনও কারণ উল্লেখ করা হয়নি। তবে ব্যাঙ্কের নথিপত্র সংক্রান্ত বিষয় খতিয়ে দেখতে পারে রাজ্য সরকার। এই ব্যাপারে ব্যাঙ্ক কর্তৃপক্ষ রাজ্যের সঙ্গে সহযোগিতা করবে। ইতিমধ্যে গ্রাহকদের যদি কোনও অভিযোগ থাকে তা আইন অনুযায়ী সমাধান করবে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে।'

মামলার শুনানিতে ব্যাঙ্কের তরফে আইনজীবী জয়দীপ কর বলেন, 'একমাত্র রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চাইলে সমবায় ব্যাঙ্কের অডিট করতে পারে। যদি কোনও গলদ হয়েই থাকে তাহলে ব্যাঙ্কিং আইনের ৩৫ ধারা অনুযায়ী রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বিষয়টি খতিয়ে দেখতে পারে। কিন্তু রাজ্য অনেকবার বেআইনিভাবে নাক গলানোর চেষ্টা করেছে।'

অন্যদিকে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন, 'সমবায় ব্যাঙ্কের ব্যাপারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সঙ্গে রাজ্যের মুখ্য সচিবের একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। এর ফলে রাজ্য এবং রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুজনেই যৌথ ক্ষমতা প্রয়োগ করতে পারে।'

বাংলার মুখ খবর

Latest News

'বিষ দেওয়া হয়েছে', মুখতার আনসারির মৃত্যু নিয়ে বিস্ফোরক ছেলে, জরুরি বৈঠকে যোগী নরকিয়ার গতিকে তাচ্ছিল্য করে একই ওভারে অবলীলায় ২টি ছক্কা হাঁকালেন অশ্বিন-ভিডিয়ো ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.