চাকরিপ্রার্থী আন্দোলনকারীকে কলকাতা পুলিশের মহিলা কন্সটেবলের কামড় বিতর্কের মধ্যেই বিস্ফোরক দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, বিজেপির নবান্ন অভিযানের দিনও তাঁকে কামড়াতে ওই মহিলা পুলিশকর্মীকে পাঠানো হয়েছিল। সেকথা বুঝতে পেরেই, ‘ডোন্ট টাচ মাই বডি’ বলেছিলেন শুভেন্দু।
বৃহস্পতিবার শুভেন্দুবাবু বলেন, ‘এটা পুলিশের পোশাক হতে পারে না। পুলিশের পোশাক সব সময় আলাদা হয়।এর মাধ্যমেই জনগণের থেকে পুলিশের আলাদা করা যায়। ইনি হচ্ছেন বেবি তামাং। ইনি উত্তরবঙ্গে ছিলেন। আমি এর আগে আরেক পুলিশ অফিসারের নাম বলেছিলাম, মারিয়া। তিনি আমার কাঁধে তিন বার মেরেছিলেন। সেদিন আমি ডোন্ট টাচ মাই বডি বলায় আমাকে অনেক ব্য়ঙ্গ করেছিলেন। ’
শুভেন্দুবাবুর দাবি, ‘সেদিনও তো বেবি তামাংকে পাঠিয়েছিলেন আমার হাত কামড়াতে। আমি সেটার সুযোগ দিইনি। কলেজের গেট থেকে রাজনৈতিক আন্দোলন করতে করতে এখানে এসেছি। আমি বুঝতে পেরেছিলাম এরপরে কী হবে’।
বলে রাখি, বিজেপির নবান্ন অভিযানের দিন সাঁতরাগাছিতে শুভেন্দু অধিকারীকে বাধা দেয় পুলিশ। তাঁকে ঘিরে ধরেন বেশ কয়েকজন মহিলা পুলিশকর্মী। এগিয়ে যাওয়ার অনুমতি দিতে পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। তখনই এক মহিলা পুলিশকর্মীকে শুভেন্দুবাবু বলেন, ‘ডোন্ট টাচ মাই বডি।’ যা নিয়ে ব্যাপক বিদ্রুপ শুরু করে তৃণমূল।