মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইপো আবেশ বন্দ্যোপাধ্যায়ের বিয়ে নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, টালির চালায় থাকা পরিবার কোটি কোটি টাকা খরচ করে কী ভাবে সেটা পশ্চিমবঙ্গের মানুষকে বুঝতে হবে।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘টালির ঘরে থাকা পরিবার, অত টাকা আসে কোথা থেকে? আমি প্রত্যেকটা রুম ধরে ধরে ভাড়া এক্স হ্যান্ডেলে দিয়েছি। প্রেসিডেন্সিয়ার স্যুটের ভাড়া ১ লক্ষ ২ হাজার টাকা। যারা বলেন, ছবি এঁকে আর বই লিখে আমার সংসার চলে। সেই লোকগুলো কী করে কোটি কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গের লোককে জানতে হবে, বলতে হবে, বুঝতে হবে’।
বলে রাখি, গত ৬ ডিসেম্বর রাতে কার্শিয়ংয়ের বিলাসবহুল রিসর্টে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিকের ছেলে আবেশ। পেশায় তিনি চিকিৎসক। যে রিসর্টে বিয়ের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল তার ঘরভাড়ার তালিকা ভিডিয়ো আকারে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন শুভেন্দুবাবু। সেখানে দেখা যাচ্ছে ২৫ হাজার টাকা থেকে শুরু হচ্ছে ঘরভাড়া। আর প্রেসিডেন্সিয়াল স্যুটের ভাড়া পৌঁছেছে ১ লক্ষ ২ হাজার টাকায়। তবে ব্যাঙ্কোয়েট বা লন ভাড়া ও খাবার খরচের উল্লেখ সেখানে নেই।