মুখ্যমন্ত্রীর মাথার তার কাটা আছে, ‘বাংলার মাটি বাংলার জল’-কে রাজ্যসংগীত করার প্রস্তাবকে এই ভাষায় আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার তিনি বলেন, রাজ্যপাল এই প্রস্তাবে সই করবেন না।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘ও একটা পাগল, একটা উন্মাদ। রাকেশ রোশন চাঁদে গেছে, ইন্দিরা গান্ধী চাঁদে গেছে। ওর বারোটা বাজাবো, এপাং ওপাং ঝপাং। রাজ্যপাল মহোদয় এই প্রস্তাবে সই করবেন না। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্মৃতি তাঁর অবদান নষ্ট করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরিণতি হবে বঙ্গ নামের মতো, বিধান পরিষদের মতো, মুখ্যমন্ত্রীকে আচার্য করার মতো। মুখ্যমন্ত্রীর কোনও ক্ষমতা নেই এটা কার্যকর করার। এটা একটা পাগল মুখ্যমন্ত্রী। এর মাথার তার কাটা আছে’।
বাংলার মাটি, বাংলার জলকে রাজ্য সংগীত করতে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তবে সরকারের এই প্রস্তাবের বিরোধী বিজেপি। তাদের দাবি, এভাবে পশ্চিমবঙ্গ ও দেশভাগের ইতিহাস বিকৃত করতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তৃণমূল সরকারের এই পদক্ষেপের পিছনে প্রচ্ছন্ন মুসলিম তোষণ রয়েছে বলেও দাবি তাঁদের। গত সপ্তাহে নবান্ন সভাঘরে এক বৈঠকে বাংলার মাটি, বাংলার জলকে রাজ্য সংগীত বলে চূড়ান্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।