চা শ্রমিকদের পাশে দাঁড়াতে নয়, ছবি তোলার জন্য বৃহস্পতিবার কার্শিয়ংয়ের মকাইবাড়ি চা বাগানে চা পাতা তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এমনই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিস্ফোরক অভিযোগ, পুলিশ দিয়ে চা শ্রমিকদের ডেকে এনে ফটো তোলার ব্যবস্থা করা হয়।
এদিন শুভেন্দুবাবু বলেন, ‘গতকাল দার্জিলিংয়ের কোনও চা বাগানে চা তোলা হয়নি। শীতের সময় চা-পাতা তোলা হয় না। তিনি পুলিশ দিয়ে ওখানকার চা বাগানের সম্মানীয়া মহিলাদের ডেকে এনে বলেন, ‘খিঁচ মেরা ফটো’। গুনে গুনে ১৯৫৬টা চা পাতা নিশ্চই তুলেছেন’।
বৃহস্পতিবার মকাইবাড়ি চা বাগানে চা শ্রমিকদের পোশাক পরে চা পাতা তুলতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। পিঠে ঝোলানো ছিল চা তোলার চিরাচরিত ঝুড়ি। এর পর চা শ্রমিকদের সঙ্গে আলাপচারিতা করেন তিনি। মেতে ওঠেন নাচে। চা শ্রমিকদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।
যদিও তৃণমূলের দাবি, মুখ্যমন্ত্রী চা পাতা তোলা নিছকই প্রতীকী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও অনেক সময় ঝাড়ুদারের ভূমিকায় দেখা যায়। তাহলে কি তিনি ছবি তোলানোর জন্য এই কাজ করেন? না কি প্রধানমন্ত্রীর জন্য বিজেপির ব্যাখ্যা আলাদা?