গেরুয়া শিবিরের রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানের প্রাক্কালে ঝড় উঠেছে দলের অন্দরে। কারণ এই অনুষ্ঠানের ব্যানার থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নাম বাদ পড়েছে। আর এই বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উদ্যোক্তা সংগঠন ‘খোলা হাওয়া’। এই খোলা হাওয়া নাম নিয়েও কয়েকদিন আগে বিতর্ক তৈরি হয়েছিল। বাবুল সুপ্রিয় এই নাম দিয়েছিলেন বিজেপিতে থাকতে বলে দাবি করেন। এদিন অনুষ্ঠানের ব্যানারের পাশাপাশি আমন্ত্রণপত্রের মলাট থেকেও বাদ পড়েছে নন্দীগ্রামের বিধায়কের নাম। বরং সেখানে সংযোজিত করা হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের নাম। এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী কিষান রেড্ডি।
এদিকে আজ, সোমবার কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার তিনি ২৫ বৈশাখ বিকেলে সায়েন্স সিটিতে রবীন্দ্রজয়ন্তী অনুষ্ঠানে নৃত্য দেখবেন। সুতরাং এই রবীন্দ্রজয়ন্তী বেশ জাঁকজমকপূর্ণ এবং হেভিওয়েটদের উপস্থিতি থাকবে। সেখানে শুভেন্দু অধিকারীর নাম বাদ পড়ার খবর প্রকাশ্যে আসতেই রাজ্য বিজেপির অন্দরে আলোড়ন পড়ে গিয়েছে। যেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, সংস্কৃতিমন্ত্রী কিষান রেড্ডি সেখানে বাদ থাকবেন শুভেন্দু? উঠছে প্রশ্ন।
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে এই নিয়ে কেউ কোনও মন্তব্য করতে চাইছেন না। তবে শুভেন্দুর সঙ্গে অনেক রাজ্য নেতারই সম্পর্ক ভাল নয়। তাই তিনি কোপে পড়েছেন বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, দিলীপ ঘোষ এবং সুকান্ত মজুমদারের নাম রাখতে গিয়েই শুভেন্দুর নাম সরালেন উদ্যোক্তারা। এই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। এবার বড় করে বিজেপি রবীন্দ্রজয়ন্তী করছে। কিন্তু সেটা শুরুর আগেই বিস্তর বিতর্ক দেখা দিল। তবে এই বিতর্ক কাটিয়ে রবীন্দ্রজয়ন্তী সফল করতে পারে কিনা বিজেপি এখন সেটাই দেখার।
বিজেপির পক্ষ থেকে কী জানা যাচ্ছে? ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্রজয়ন্তীর আমন্ত্রণপত্রের ছবি পোস্ট করেন ‘খোলা হাওয়া’র আহ্বায়ক বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা। সেখানে দেখা যায়, বাদ পড়েছে শুভেন্দু অধিকারীর নাম। নাম রয়েছে শুধু অমিত শাহের। আর তার সঙ্গে রবীন্দ্রনাথের ছবি। বিষয়টি নিয়ে শঙ্কুদেব সংবাদমাধ্যমে বলেন, ‘শুভেন্দুর নাম বাদ পড়েছে, একথা সঠিক তথ্য নয়। ভিতরের পাতায় শুভেন্দুর নাম আছে। সুকান্ত মজুমদারের নামও আছে। এসব নিয়ে অন্য কোনও রাজনীতি খোঁজা বৃথা। শুধু নাম কেন? রবীন্দ্রনাথ ছাড়া কারও ছবিও থাকছে না ব্যানারে। অমিতজিরও নয়। এটা যে অরাজনৈতিক অনুষ্ঠান।’