Suvendu Adhikari on Bangladesh: 'জামাতের অফিসে পাক রাষ্ট্রদূত…', ভারতে আসা আওয়ামি নেতাদের না ধরার আবেদন শুভেন্দুর
Updated: 17 Feb 2025, 08:49 AM ISTপাকিস্তানই নাকি কার্যত চালাচ্ছে বাংলাদেশকে। এদিকে পাক-জামাত আঁতাত নিয়ে বিস্ফোরক দাবি করা শুভেন্দুর আবেদন, ভারতে পালিয়ে আসা আওয়ামি লিগ নেতা এবং হিন্দুদের যেন জেলে না ভরা হয়। এরই সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ইউনুস সরকারকে তোপ দেগেছেন শুভেন্দু।
পরবর্তী ফটো গ্যালারি