বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আগে পুরভোটের সিসিটিভির ফরেন্সিক করুন, EVM নিয়ে প্রশ্ন তোলায় মমতাকে শুভেন্দু

আগে পুরভোটের সিসিটিভির ফরেন্সিক করুন, EVM নিয়ে প্রশ্ন তোলায় মমতাকে শুভেন্দু

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

বলে রাখি, বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হলে দেখা যায় সেই রাজ্যে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি। এর পরই ইভিএমে কারচুপির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস।

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে ইভিএম-এ কারচুপির অভিযোগ তোলায় পালটা মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরভোটের সিসিটিভি ফুটেজ নিয়ে বিঁধলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভা চত্বরে তিনি দাবি করেন, উত্তরপ্রদেশের ইভিএমের ফরেন্সিক করানোর আগে পৌরসভা ভোটের সিসিটিভি ফুটেজের ফরেন্সিক করান।

এদিন শুভেন্দুবাবু বলেন, ‘উনি বলেছেন বিজেপি ডুগডুগি বাজাচ্ছে। আপনি যখন ছাপ্পা মেরে ভোটে জেতেন তখন ভোট হয়ে যায় না? ২১ সালে বিধানসভার ইভিএম খুব ভাল ছিল। আর উত্তরপ্রদেশে ইভিএম না কি গড়বড় হয়ে গিয়েছে। ফরেন্সিক করতে হবে? আগে পৌরসভাগুলোর ভোটের সিসিটিভি ফুটেজ ফরেন্সিক করুন। তার পর উত্তরপ্রদেশের ফরেন্সিক করবেন।’

বলে রাখি, বৃহস্পতিবার উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ হলে দেখা যায় সেই রাজ্যে বিশাল ব্যবধানে জয়ী হয়েছে বিজেপি। এর পরই ইভিএমে কারচুপির অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। শুক্রবার মমতা বলেন, ‘উত্তরপ্রদেশের ভোট ভালো করে দেখুন। অখিলেশের ভোট শতাংশ অনেক বেড়েছে। সপার আসন বেড়েছে। বিজেপির আসন কমেছে। ইভিএম নিয়ে অনেক অভিযোগ ছিল। ইভিএম নিয়ে কী হল দেখেছেন? অখিলেশের দুঃখ পাওয়ার কিছু নেই। ইভিএমের ফরেন্সিক টেস্ট হওয়া উচিত। পঞ্জাবে আপ ইভিএম-এ নজরে রেখেছিল। আমরা এখানে রেখেছিলাম। কিন্তু উত্তরপ্রদেশে তা হয়নি।’

 

বন্ধ করুন