বিগত বেশ কয়েক মাস ধরেই ‘ডিসেম্বর’ তরজা চলছে রাজ্য রাজনীতিতে। এরই মাঝে এবার ডিসেম্বরের তিনটি তারিখের উল্লেখ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বার্তা, ‘ওয়েট অ্যান্ড ওয়াচ’। গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘১২, ১৪, ২১… খেয়াল রাখুন। দেখুন কী হয়। এই তিনটে দিন খুবই গুরুত্বপূর্ণ। ওয়েট এন্ড ওয়াচ।’
এরই মধ্যে জানা গিয়েছে, অমিত শাহের সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। সূত্রের খবর, আগামী সপ্তাহেই নয়াদিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকে বসার সম্ভাবনা তাঁর। সব ঠিক থাকলে ১৩ ডিসেম্বর নয়াদিল্লিতে অমিত শাহের মুখোমুখি বৈঠকে বসতে পারেন শুভেন্দু। এই সফরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডার সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন শুভেন্দু বলে সূত্রের খবর।
এদিকে শুভেন্দুর তারিখ বেঁধে দেওয়ার ঘটনাকে পালটা কটাক্ষ করেছেন তৃণমূলের রাজ্য সাধরণ সম্পাদক কুণাল ঘোষ। এই বিষয়ে কুণাল বলেন, ‘ডিসেম্বর ডিসেম্বর বলতে বলতে হঠাৎ তারিখ দিয়েছেন শুনলাম। কী করে জানব উনি কী তারিখ দিচ্ছেন? যদি ঘুরিয়ে দেখা যায়, যদি সত্যিই সেদিন কোনও এজেন্সির তরফে কোনও তৎপরতা হয়, তাহলে প্রমাণিত হয়ে যাবে, দিল্লির বিজেপি বলে দেয় এজেন্সিকে কী করতে হবে। কেন্দ্রীয় এজেন্সি যদি ন্যূনতম কাউকে উত্যক্ত করে, তাহলে এটি সবার সামনে স্পষ্ট হয়ে যাবে যে এগুলি সাজানো। বিজেপি নেতারা তারিখ দেবেন, আর এজেন্সি গিয়ে প্যারেড করবে।’
তৃণমূল নেতা আরও বলেন, ‘হঠাৎ কোনও মানসিক অবসাদগ্রস্ত কেউ ১২, ১৪, ২১ বলছেন। কীসের ভরসায়, কেন বলছেন তা বলতে পারব না। তিনি হয়ত সুকান্তকে সরিয়ে সভাপতি হওয়ার আশায়, বা নিজের কাউকে সভাপতি করার জন্য শোনাচ্ছেন। মূলত মানসিকভাবে অবসাদগ্রস্তরা অধিকাংশ ক্ষেত্রে এই ধরনের জ্যোতিষমূলক রাজনীতি করে থাকেন।’