বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > The Kerala Story: 'জেহাদিদের কাছে আত্মসমর্পণ','নির্লজ্জ তোষণ' ছবি নিষিদ্ধ নিয়ে শুভেন্দু, সুকান্ত

The Kerala Story: 'জেহাদিদের কাছে আত্মসমর্পণ','নির্লজ্জ তোষণ' ছবি নিষিদ্ধ নিয়ে শুভেন্দু, সুকান্ত

শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদার।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, সরকার কি জঙ্গি গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল? অন্য দিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একে 'নির্লজ্জ তোষণ' বলে মন্তব্য করেছেন।

'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। সরকারের সিদ্ধান্তের সমালোচনায় সরব হয়েছে বিরোধী দলগুলি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই সিদ্ধান্তের সমালোচনা করে প্রশ্ন তুলেছেন, সরকার কি জঙ্গি গোষ্ঠীর প্রতি সহানুভূতিশীল? অন্য দিকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার একে 'নির্লজ্জ তোষণ' বলে মন্তব্য করেছেন।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে 'দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ করার কথা জানান। তার পরই শুভেন্দু টুইটে লেখেন,'আমি যতটুকু জানি, কেরলে কী ভাবে মহিলাদের মগজ ধোলাই করেন কট্টরপন্থী ধর্মগুরুরা, তাই ছবিতে তুলে ধরা হয়েছে। ছবিতে দেখানো হয়েছে, কী ভাবে কেরলে মহিলাদের ধর্মান্তরিত করে আফগানিস্তান, ইয়েমেন, সিরিয়ায় আইএসআইএসের হয়ে যুদ্ধ করতে পাঠানো হয়ে থাকে। আইএসআইএস এবং তাদের কার্যপদ্ধতির বিরুদ্ধাচারণ করে তৈরি হয়েছে ছবিটি। তা হলে মমতা বন্দ্যোপাধ্যায় কি আইএসআইএসের প্রতি সহানুভূতিশীল?' বিরোধী দলনেতা তাঁর টুইটের সঙ্গে শাবানা আজমির একটি টুইটের স্ক্রিন শট দিয়েছেন। যেখানে অভিনেত্রী এই নিষিদ্ধ ঘোষণা করার তীব্র সমালোচনা করেছেন। শুভেন্দু অধিকারী আরও লিখেছেন, 'এই ছবি দেখানো হলে কেন আইনশৃঙ্খনা বিঘ্নিত হবে? ছবি নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার করা উচিত। আর যদি মুখ্যমন্ত্রী রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষা করতে না পারেন, তবে তাঁর পদত্যাগ করা উচিত।'

বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কার্যত একই সুরে দ্য কেরালা স্টোরি' নিষিদ্ধ ঘোষণা করার বিরুদ্ধে সরব হয়েছেন। তিনি বলেন,'এই সিদ্ধান্ত স্পষ্ট করে দিল তৃণমূল আসলে কাদের দল। আগেই মুখ্যমন্ত্রী তোষণের নির্লজ্জ নজির দেখিয়েছেন। এ বার জেহাদিদের কাছে আত্মসমর্পণ করলেন। শিল্পের স্বাধীনতা, বাক্‌স্বাধীনতা নিয়ে তৃণমূলের কোনও কথা বলার অধিকার নেই।'

রাজ্যসভার বাম সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘ছবি নিষিদ্ধ করাটা একটা স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত। কোনও শিল্প তা যতই বিকৃত হোক না কেন তাকে নিষিদ্ধ করে প্রকৃত পক্ষে প্রচার পাইয়ে দেওয়া।কেরল সরকার এটা করেনি।'

বন্ধ করুন