বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikari: DA মেরে সেই টাকায় মামলা লড়ছে রাজ্য সরকার: শুভেন্দু

Suvendu Adhikari: DA মেরে সেই টাকায় মামলা লড়ছে রাজ্য সরকার: শুভেন্দু

শুভেন্দু অধিকারী। 

এর মধ্যে ২৯২ কোটি টাকা আমাদের কর্মচারী - পুলিশকর্মী, এদের DA মেরে এক্সচেকার থেকে দিয়েছে। আর ৩৮ কোটি টাকা তৃণমূল কংগ্রেস তার ইলেক্টোরাল বন্ডের টাকা থেকে মিটিয়েছে।

সাধারণ মানুষের করের টাকায় রাজ্য সরকার হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা লড়ছে। সোমবার বিধানসভার সামনে দাঁড়িয়ে এই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, গত ২ বছরে সাধারণ মানুষের করের ২৯২ কোটি টাকা মামলা লড়তে খরচ করেছে রাজ্য সরকার।

সোমবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দুবাবু বলেন, ‘নিয়োগ দুর্নীতি ও বিরোধী দলনেতাকে জেলে ঢোকানোর জন্য এই ২ বছরে ৩৩০ কোটি টাকা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে খরচ হয়েছে। এর মধ্যে ২৯২ কোটি টাকা আমাদের কর্মচারী - পুলিশকর্মী, এদের DA মেরে এক্সচেকার থেকে দিয়েছে। আর ৩৮ কোটি টাকা তৃণমূল কংগ্রেস তার ইলেক্টোরাল বন্ডের টাকা থেকে মিটিয়েছে। ২৯২ কোটি টাকা মুখ্যমন্ত্রীর নির্দেশে অর্থ দফতর থেকে মনোজ পন্থ দিয়েছে। আইনজীবীর বকেয়া মেটানো হয়েছে পশ্চিমবঙ্গের জনগণের টাকায়’।

নিয়োগ দুর্নীতির তদন্তের বিরুদ্ধে করের টাকায় রাজ্য সরকারের মামলা লড়ার বিরোধিতা করেছে বিরোধীরা। তাদের দাবি, দলের নেতাদের বাঁচাতে সাধারণ মানুষের করের টাকা দলীয় কাজে ব্যবহার করছে তৃণমূল। এভাবে করের টাকার অপচয় হচ্ছে বলে অভিযোগ তুলেছে তারা। এবার একেবারে হিসাব পত্তর নিয়ে হাজির হলেন শুভেন্দু।

 

বন্ধ করুন