বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu Adhikary: ‘‌নীতিবিরুদ্ধভাবে রাজ্য সরকার কৃতিত্ব নিচ্ছে’‌, কেন্দ্রকে নালিশ শুভেন্দুর

Suvendu Adhikary: ‘‌নীতিবিরুদ্ধভাবে রাজ্য সরকার কৃতিত্ব নিচ্ছে’‌, কেন্দ্রকে নালিশ শুভেন্দুর

শুভেন্দু অধিকারী।

এই অভিযোগ করে শুভেন্দু অধিকারী পীযূষ গোয়েলকে চিঠি লিখেছেন। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তারপর সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এমনকী প্রধানমন্ত্রীর দফতরকেও সেই টুইটটি ট্যাগ করেছেন শুভেন্দু।

আবার রাজ্যের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারকে নালিশ ঠুকলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পকে ‘নীতিবিরুদ্ধভাবে’ নিজেদের কৃতিত্ব বলে চালাতে চাইছে রাজ্য সরকার। এবার সরাসরি তিনি নিশানা করেছেন রাজ্যের খাদ্য ও সরবরাহ দফতরকে।

ঠিক কী অভিযোগ নন্দীগ্রামের বিধায়কের?‌ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি পোস্টার নিয়ে বিতর্ক তৈরি করেন। ওই পোস্টার রাজ্য সরকার বিভিন্ন জায়গায় লাগিয়েছে। সেখানে খাদ্য ও সরবরাহ দফতরের উদ্যোগ বলে যেগুলি উল্লেখ করা হয়েছে, সেগুলি আদতে কেন্দ্রীয় প্রকল্পের আওতায় দেওয়া হয় বলে অভিযোগ শুভেন্দু অধিকারীর। এই বিষয়টি নিয়েই কেন্দ্রীয় উপভোক্তা বিষয়ক এবং খাদ্য ও গণ বণ্টন মন্ত্রী পীয়ূষ গোয়েলকে নালিশ ঠুকেছেন তিনি।

ঠিক কী লিখেছেন টুইটে শুভেন্দু?‌ ওই পোস্টারটি নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেন শুভেন্দু অধিকারী। সেখানে তিনি লিখেছেন, ‘‌আবার একই কাজ করল রাজ্য সরকার। নীতিবিরুদ্ধভাবে নিজেদের কৃতিত্ব বলে দাবি করছে তাঁরা। যার প্রমাণ খাদ্য এবং সরবরাহ দফতরের এই পোস্টার। এই প্রকল্পের অধীনে যে সামগ্রীগুলি দেওয়া হয়, তা আসলে কেন্দ্রের দেওয়া। দুয়ারে রেশন এখন বিলুপ্ত, খাদ্যসাথীর অস্তিত্ব নেই।’‌ রবিবাসরীয় দিনে এই টুইট এখন চর্চিত হচ্ছে।

তারপর ঠিক কী ঘটেছে?‌ এই অভিযোগ করে শুভেন্দু অধিকারী পীযূষ গোয়েলকে চিঠি লিখেছেন। সেখানে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। তারপর সেই চিঠি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এমনকী প্রধানমন্ত্রীর দফতরকেও সেই টুইটটি ট্যাগ করেছেন শুভেন্দু। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার নানা প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। তা নিয়ে রাজ্য সরকার সোচ্চার হয়েছেন। এবার খাদ্যে কোপ মারতে চাইছেন শুভেন্দু বলে মনে করা হচ্ছে।

বন্ধ করুন