বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বিরোধীদের মুখ বন্ধ করতে বিধানসভার সচিব নিয়োগ করছে না রাজ্য: শুভেন্দু

বিরোধীদের মুখ বন্ধ করতে বিধানসভার সচিব নিয়োগ করছে না রাজ্য: শুভেন্দু

শুভেন্দু অধিকারী। (টুইটার)

মঙ্গলবার বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু একটি চিঠি প্রকাশ করে বলেন, বিধানসভায় কোনও পক্ষপাতিত্ব হলে বিরোধীদের অভিযোগ জানানোর একমাত্র জায়গা সচিব। এই নিয়োগ নবান্ন থেকে হয় না।

বিধানসভা সচিব পদে স্থায়ী নিয়োগ করছে না রাজ্য সরকার। এই অভিযোগ তুলে হাইকোর্টের হস্তক্ষেপ চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর দাবি বিরোধীদের কণ্ঠ রুদ্ধ করতে এই অবস্থান নিয়েছে রাজ্য।

রাজ্য বিধানসভার সচিব পদে নিয়োগ করে হাইকোর্ট। সেই পদে ২ মাস আগে ভাস্কর ভট্টাচার্যের নাম সুপারিশ করেছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তর। কিন্তু আজও ভাস্করবাবুকে নিয়োগ দেয়নি রাজ্য।

মঙ্গলবার বিধানসভায় এক সাংবাদিক বৈঠকে শুভেন্দুবাবু একটি চিঠি প্রকাশ করে বলেন, বিধানসভায় কোনও পক্ষপাতিত্ব হলে বিরোধীদের অভিযোগ জানানোর একমাত্র জায়গা সচিব। এই নিয়োগ নবান্ন থেকে হয় না। হাইকোর্ট থেকে হয়। রাজ্য সরকার ভাস্কর ভট্টাচার্যকে যোগদান করতে দিচ্ছে না। সরকারের তরফে কেউ বা কারা চিঠি দিয়ে জানিয়েছে একে নেব না। অন্য কাউকে দিন। প্রধান বিচারপতির কাছে আবেদন করব উনি যেন দ্রুত এব্যাপারে পদক্ষেপ করেন।

বিরোধী দলনেতার আসনে বসার পর থেকে রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। রাজ্য সরকার কী করে বিরোধীদের মুখ বন্ধ করার চেষ্টা করছে তার নানা প্রকরণ তুলে ধরেছেন তিনি। এবার বিধানসভার সচিব নিয়োগের দাবিতে সরব হলেন তিনি।

 

বন্ধ করুন