বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvendu On Arpita Flat Raid: ‘টাকা উদ্ধারে এগিয়ে বাংলা’, বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ‘গুপ্তধন’ মিলতেই খোঁচা শুভেন্দুর

Suvendu On Arpita Flat Raid: ‘টাকা উদ্ধারে এগিয়ে বাংলা’, বেলঘরিয়ায় অর্পিতার ফ্ল্যাটে ‘গুপ্তধন’ মিলতেই খোঁচা শুভেন্দুর

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, ‘টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ? টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’! পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়।’

ফের টাকার পাহাড় উদ্ধার অর্পিতা মুখোপাধ্যায়ের বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে। এই আবহে এবার কটাক্ষ করতে ছাড়লেন না বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, ‘টান টান উত্তেজনা। হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর কে জিতবে, বেলঘরিয়া না টালিগঞ্জ? টাকা উদ্ধারে ‘এগিয়ে বাংলা’! পেঁয়াজের খোসা ছাড়ানো চলছে, চোখ রাখুন টিভির পর্দায়।’

জানা গিয়েছে,বেলঘরিয়ার ফ্ল্যাটে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে। এর আগে অর্পিতার টালিগঞ্জের ফ্ল্যাট থেকে মিলেছিল প্রায় ২২ কোটি টাকা। এই আবহে ফের এত বিপুল পরিমাণ নগদ মেলায় চাঞ্চল্য ছড়িয়েছে। ৫টি টাকা গোনার যন্ত্র দিয়ে টাকা গুনছেন ব্যাঙ্ককর্মীরা।জানা গিয়েছে, যে মেশিন দিয়ে টাকা গোনা হচ্ছে তাতে মিনিটে ৪ হাজার নোট গোনা সম্ভব। টাকা গণনা রাত দশটার পরও চলছে। জানা গিয়েছে, প্রায় তিরিশ কোটি টাকা উদ্ধার হতে পারে এই ফ্ল্যাট থেকে। এই আবসনে অর্পিতার দু'টি ফ্ল্যাট রয়েছে।

জানা গিয়েছে, বুধবার দুপুরে ইডির গোয়েন্দারা বেলঘরিয়ার এই ফ্ল্যাটে আসেন। ফ্ল্যাটে ঢোকার আধ ঘণ্টার মধ্যেই সিজিও কমপ্লেক্সে খবর পাঠান তাঁরা। সিজিও কমপ্লেক্স থেকে ইডির পদস্থ আধিকারিকরা আসেন। আরও কেন্দ্রীয় বাহিনী আসেন সেখানে। বিকেলে জানা যায় সেখানে পাওয়া গিয়েছে আরও বিপুল অঙ্কের টাকা। একের পর এক আলমারি ভেঙে গোয়েন্দারা টাকা পেয়েছেন বলে জানা যায়।এদিকেএই ঘটনা প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র বলেছেন, ‘এই ঘটনা খুবই উদ্বেগজনক। দল পুরো ঘটনার উপর নজর রাখছে।’

 

 

বন্ধ করুন