বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Suvvedu Adhikari file PIL: জনসংযোগ যাত্রায় পুলিশের অপব্যবহারের অভিযোগ, হাইকোর্ট জনস্বার্থ মামলা শুভেন্দুর

Suvvedu Adhikari file PIL: জনসংযোগ যাত্রায় পুলিশের অপব্যবহারের অভিযোগ, হাইকোর্ট জনস্বার্থ মামলা শুভেন্দুর

ডিজি-রউত্তর না পেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী।

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী বাছায়ের জন্য ব্যালটে ভোট নিচ্ছে তৃণমূল। জনসংযোগ যাত্রায় অভিষেক যে যে এলাকায় যাচ্ছেন সেখানে ভোট নেওয়া হচ্ছে। এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশের ব্যবস্থা করা হয়েছে।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসংযোগ যাত্রায় পুলিশের বহর নিয়ে প্রশ্ন তুলেছিলেন আগেই। চিঠি দিয়েছিলেন ডিজিকে। কিন্তু কোনও উত্তর না পেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুলিশের অপব্যবহারের অভিযোগ তুলে তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

ডিজি মনোজ মালব্যকে লেখা চিঠিতে শুভেন্দু লেখেন,'পুলিশ বাহিনীকে তৃণমূল বেসরকারি নিরাপত্তা সংস্থার মতো ব্যবহার করছে। পঞ্চায়েত প্রার্থী বাছায়ের কর্মসূচিতে এত পুলিশ মোতায়েনের জন্য কি তৃণমূল টাকা দিয়েছে?' সেই সময়ই তিনি ইঙ্গিত দিয়েছিলেন ডিজি-র কাছে থেকে কোনও উত্তর না পেলে তিনি হাইকোর্টে মামলা করবেন।

পুলিশের কাছ থেকে কোনও উত্তর না পেয়ে তিনি 'পুলিশের অপব্যবহারের' অভিযোগ তুলে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছে শুক্রবার। তার মামলাটি শুনবে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। আগামী ৭ জুন মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে। 

(পড়তে পারেন। অভিষেকের কনভয়ের পথে কুড়মি ক্ষোভ, গাড়িতে ভাঙচুর, মার TMC-কে, চোর স্লোগান ঝাড়গ্রামে)

পঞ্চায়েত নির্বাচনের আগে প্রার্থী বাছায়ের জন্য ব্যালটে ভোট নিচ্ছে তৃণমূল। জনসংযোগ যাত্রায় অভিষেক যে যে এলাকায় যাচ্ছেন সেখানে ভোট নেওয়া হচ্ছে। এই কর্মসূচিকে ঘিরে ব্যাপক পুলিশের ব্যবস্থা করা হয়েছে। এই নির্বাচনকে ঘিরে বেশ কিছু জায়গায় অশান্তি হওয়ায় পুলিশের বহরও বেড়েছে। তাকেই প্রশ্নের মুখে তুলেছেন বিরোধী দলনেতা। ডিজি-র কাছে এর জবাব না পেয়ে এবার আদালতের দ্বারস্থ হলেন শুভেন্দু।

(পড়তে পারেন। একাধিক অঞ্চল সভাপতি পদে রদবদলের সম্ভাবনা, অভিষেকের নির্দেশে জরুরি বৈঠক

বন্ধ করুন