পথ দুর্ঘটনা শহরে এবং গ্রামে প্রায়ই ঘটে থাকে। এই পথ দুর্ঘটনায় আঘাতপ্রাপ্ত হয়ে অনেকেই হাসপাতালে ভর্তি হন। অথচ কোনও রেকর্ড হাসপাতাল রাখত না। তার ফলে অনেক কিছুই জানা যেত না। বেসরকারি হাসপাতাল সেই রেকর্ড রাখলেও সরকারি হাসপাতাল তা রাখছিল না বলে অভিযোগ। তাই স্বাস্থ্যভবন আজ, বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দিল, প্রত্যেকটি পথ দুর্ঘটনার ডেথ অডিট করতে হবে। তার অর্থ হচ্ছে, পথ দুর্ঘটনার পর হাসপাতালে ভর্তি করা, চিকিৎসা ও মৃত্যু হলে তার মূল কারণ অথবা সুস্থ হলে ঠিক কী ধরনের চিকিৎসা হয়েছে এবং কতদিন ধরে হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট নির্দিষ্ট পোর্টালে নথিভুক্ত করতে হবে।
স্বাস্থ্যভবন সূত্রে খবর, এই তথ্য নথিভুক্ত থাকলে যদি কোনও কারণে আদালত দেখতে চায় বা পুলিশের তদন্তে লাগে তখন সংশ্লিষ্ট রিপোর্ট তুলে দিয়ে সাহায্য করা যাবে। কদিন আগে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে স্বাস্থ্য দফতরের প্রধান সচিবের উপস্থিতিতে জেলা স্বাস্থ্য কর্তা, হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের কর্তাদের উপস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ডেথ অডিট হলে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে। সেটার উপর ভিত্তি করে পথ দুর্ঘটনার সংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব। তাই প্রতি সপ্তাহে সোমবার দিন জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে হাসপাতালগুলিকে প্রত্যেকটি পথ দুর্ঘটনায় ‘ডেথ রিপোর্ট’ জমা দিতে হবে।
আরও পড়ুন: ‘কয়েক হাজার ছেলেমেয়ের কর্মসংস্থান হবে’, ইনফোসিসের নতুন ক্যাম্পাস উদ্বোধন করে মমতা
এই ডেথ অডিট অনেক ক্ষেত্রে কাজে লাগে। তাই ডেথ অডিট করতে হলে বেশ কটি কাজ করতে হবে। একটা ডেথ অডিট তৈরি করতে গেলে প্রথমে, দুর্ঘটনাস্থল থেকে হাসপাতালের দূরত্ব কতটা? উল্লেখ করতে হবে। দুই, ওখানে নির্দিষ্ট সময় অন্তরে কত দুর্ঘটনা হয়? তা লিখতে হবে। তিন, কোন ধরনের যানবাহনে পথ দুর্ঘটনা বেশি হয়? চার, আঘাতপ্রাপ্ত ব্যক্তির শরীরের কোন অংশে বেশি আঘাত লেগেছে? পাঁচ, চিকিৎসকরা কী চিকিৎসা করেছিলেন? ছয়, বিশেষজ্ঞ চিকিৎসক আছে কী না? এই সব তথ্য ডেথ অডিট থেকেই জানা যাবে।
শহরেও পথ দুর্ঘটনা কিছু কম হয় না। বরং বেশি হয়। সেক্ষেত্রে এই ডেথ অডিট করা অত্যন্ত জরুরি। পথ দুর্ঘটনায় কোনও ব্যক্তি মারা গেলে তার ইতিবৃত্ত তথ্য রাখতে হবে বলে জানিয়ে দিয়েছে স্বাস্থ্যভবন। পথ দুর্ঘটনা যেখানে ঘটেছে সেখানে কাছাকাছি হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে পরিবর্তন করা দরকার কিনা, সেটা জেনে প্রয়োজনে পদক্ষেপ করতে পারে স্বাস্থ্য দফতর। বিজ্ঞতিতে উল্লেখ করা হয়েছে, জেলা থেকে প্রাপ্ত ডেথ অডিট রিপোর্ট পুর ও নগরোন্নয়ন দফতরকে পাঠানো হবে। যাতে হাসপাতালের পরিকাঠামো বদল করতে হলে তা দ্রুত করা হয়।