বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা, সারাবছর তৈরি করা যাবে স্বাস্থ্যসাথী কার্ড

বড় উদ্যোগ নিল কলকাতা পুরসভা, সারাবছর তৈরি করা যাবে স্বাস্থ্যসাথী কার্ড

স্বাস্থ্যসাথী কার্ড হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল ছবি

সর্বত্র সরকারের পরিষেবা পৌঁছে দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

একুশের নির্বাচনের আগে যে সরকারি প্রকল্প সবার মুখে মুখে ফিরেছিল সেটা হল–স্বাস্থ্যসাথী। এই প্রকল্পটি প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিতে এবং কোনও সমস্যা থাকলে তার সমাধান করতে উদ্যোগ নিল কলকাতা পুরসভা। এবার খাস কলকাতায় একটি কেন্দ্রে সারা বছর স্বাস্থ্যসাথী কার্ড তৈরির পরিষেবাও চালু করল তারা। আগামী ২০ অগস্ট থেকে পুরভবনের সামনে রক্সি সিনেমা হলের দোতলায় এই কেন্দ্র দু’টি চালু হয়ে যাবে বলে জানিয়েছেন পুরসভার মুখ্যপ্রশাসক ও পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম।

কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল?‌ পুরসভা সূত্রে খবর, এই কেন্দ্র থেকে স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড তৈরি করা যাবে। সর্বত্র সরকারের পরিষেবা পৌঁছে দিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। সপ্তাহে ৬ দিন ওই দু’টি কার্ড এখানে তৈরি ও সংশোধন করবেন পুরকর্মীরা। এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, ‘‌মুখ্যমন্ত্রীর ঘোষণা মেনে শুরু হওয়া ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে স্বাস্থ্যসাথীর আবেদন যেমন নেওয়া হচ্ছে সেটা চলবে। আর সারাবছরই কার্ড তৈরি বা সংশোধনের কাজও হবে। অনেকের নামের বানান ভুল বা ঠিকানা ভুল হয়েছে, তাঁদের কার্ডও এখানে সংশোধন করা হবে।’‌

জানা গিয়েছে, এখনও স্বাস্থ্যসাথীর কার্ড অনেকে পাননি। আবার পেলেও হাসপাতাল তা নিতে চাইছে না। এমন নানা সমস্যা দেখা দিয়েছে। তাই এই সমস্যাগুলির সমাধানে উদ্যোগ নিল কলকাতা পুরসভা। নির্দিষ্ট একটি ঠিকানাও থাকা দরকার। যেখানে মানুষ এসে ভুল সংশোধন করাবেন এবং নতুন কার্ডও পাবেন। তাই আগামী ২০ অগস্ট থেকে স্বাস্থ্যসাথী কার্ড তৈরির জন্য হগ মার্কেটের অফিসটি কার্যত স্থানান্তরিত হয়ে রক্সিতে শুরু হচ্ছে।

উল্লেখ্য, নথি জমা দিয়ে নতুন কার্ড তৈরি থেকে পুরনোটির সংশোধন এখানে হবে। তবে পোস্ট অফিস বা ব্যাঙ্কে যেমন ন্যূনতম অর্থ জমা দিতে হয় এখানেও তাই দিতে হবে। কারণ, আধার কার্ড তৈরি বা সংশোধনের কাজ করবে কেন্দ্রীয় সরকারের থেকে দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত সংস্থা। পুরসভা শুধুমাত্র শহরের সাধারণ নাগরিকদের স্বার্থে রক্সির দোতলা এবং হাই স্পিড ব্রডব্যান্ড ব্যবহার করতে দেবে। তাতে উপকার হবে নাগরিকদের।

বন্ধ করুন