সম্প্রতি ব্লক স্তরে নেতৃত্বের রদবদল ঘটিয়েছে তৃণমূল কংগ্রেস। এবার উত্তর কলকাতা জেলা সভাপতি পদে রদবদল করল বিজেপি। আগে উত্তর কলকাতার জেলা সভাপতি ছিলেন কল্যাণ চৌবে। তার জায়গায় সেখানকার নতুন সভাপতি হয়েছেন তমঘ্ন ঘোষ। এই নিয়ে প্রথমে জল্পনা শুরু হলেও তার অবসান ঘটিয়েছে বিজেপি। দলের তরফে জানানো হয়েছে, সম্প্রতি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন কল্যাণ চৌবে। ফলে ফুটবল প্রশাসকের কাজ সামলানোর পাশাপাশি জেলা সভাপতির কাজ সামলানো তার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই কারণে উত্তর কলকাতার জেলা সভাপতি পদে রদবদল করা হয়েছে।
মাঠের পর বাইরে লড়াই- বাইচুং হতে চান AIFF প্রেসিডেন্ট, সামনে কল্যাণ চৌবে
বিজেপি সূত্রে জানা গিয়েছে, কল্যাণ চৌবেকে রাজ্য বিজেপির স্পেশাল ইনভাইটি করা হয়েছে। তার জায়গায় তমঘ্ন ঘোষকে উত্তর কলকাতা জেলার নতুন সভাপতি নির্বাচিত করেছেন মনোনীত করেছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। উল্লেখ্য, তমঘ্ন ঘোষ বিজেপি সঙ্গে যুক্ত থাকলেও তার বাবা তপন তৃণমূল নেতা। তিনিও উত্তর কলকাতার তৃণমূলের জেলা সভাপতি পদে রয়েছেন। এর আগে একাধিক নির্বাচনী লড়াইয়ে বাবা ছেলেকে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা গিয়েছে। তবে একই জেলা সাংগঠনিক পদে দুই দলের হয়ে বাবা ও ছেলেকে দেখা যায়নি। তা নজিরবিহীন বলে মনে করছেন রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, প্রফুল্ল পটেলকে সুপ্রিম কোর্ট সর্বভারতীয় ফুটবল সংস্থার (এআইএফএফ) সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর নির্বাচনে লড়েন কল্যাণ। রাতারাতি মনোনয়ন জমা দেন তিনি। তবে প্রথমে সেই নির্বাচনী প্রক্রিয়া বাতিল হয়ে যায়। পরে ফের নতুন করে মনোনয়ন জমা দিয়েছিলেন কল্যাণ। ৩৩-১ ভোটে জিতে সভাপতি হন তিনি।