মহিলা সাংবাদিকের শ্লীলতাহানি কাণ্ডে তন্ময় ভট্টাচার্যের সাসপেনশন প্রত্যাহার করে নিল সিপিআইএম। তাঁর সাসপেনশন প্রত্যাহারের বিষয়টি দলের হোয়্যাটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছেন উত্তর ২৪ পরগনা সিপিআইএম সম্পাদক মৃণাল চক্রবর্তী। যদিও যে কায়দায় সাসপেনশন প্রত্যাহার করা হয়েছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে বামেদের অভ্যন্তরেই। ওই অংশের বক্তব্য, তন্ময়কে যখন সাসপেন্ড করা হয়েছিল, তখন প্রকাশ্যে সেটা ঘোষণা করা হয়েছিল। আর সেই ঘটনায় যখন সাসপেনশন তুলে নেওয়া হল, তখন কেন সেটা আড়ালে-আবডালে করা হল? স্রেফ হোয়্যাটসঅ্যাপে সাসপেনশন প্রত্যাহারের বিজ্ঞপ্তি দেওয়া হল কেন?
আগেই বলা হয়েছিল, দাবি মহম্মদ সেলিম
সেই প্রশ্নের উত্তর অবশ্য একেবারে স্পষ্টভাবে মেলেনি। সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম শুধুমাত্র জানিয়েছেন, তদন্তসাপেক্ষে সাসপেন্ড করা হয়েছিল তন্ময়কে। ইতিমধ্যে তদন্ত কমিটির রিপোর্ট জমা পড়েছে। আর যেহেতু তদন্ত যতদিন চলবে, ততদিনের জন্য সাসপেন্ড করার কথা হয়েছিল, তাই সাসপেনশন তুলে নেওয়া হয়েছে। তদন্ত রিপোর্টের ভিত্তিতে কী সিদ্ধান্ত নেবে সিপিআইএম, তা জানানো হয়নি।
আর যে ঘটনার প্রেক্ষিতে তন্ময়কে সাসপেন্ড করা হয়েছিল, সেটি প্রকাশ্যে এসেছিল ২৭ অক্টোবর। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার মধ্যেই পুরো পশ্চিমবঙ্গ যখন আন্দোলন চালাচ্ছে, তখন সিপিআইএম নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন মহিলা সাংবাদিক। তিনি অভিযোগ করেছিলেন, তাঁর কোলে বসে পড়েছিলেন তন্ময়। যদিও সেই ঘটনা অস্বীকার করেছিলেন সিপিআইএম নেতা।
আরও পড়ুন: Kalyan Banerjee: 'সিবিআই কিছুই পারছে না আরজিকরে, রাজ্য পুলিশের তদন্তে…' সংসদে ফারাক বোঝালেন কল্যাণ
হোয়্যাটসঅ্যাপ গ্রুপ থেকে সাসপেনশন তোলার খবর জানলেন তন্ময়
আর এবার তাঁর সাসপেনশন প্রত্যাহার করে নেওয়ার পরে তন্ময় বেশি কিছু বলতে চাননি। তিনি জানিয়েছেন, জেলার হোয়্যাটসঅ্যাপ গ্রুপ থেকে সংবিধান প্রত্যাহারের বিষয়টি জানতে পেরেছেন। সাসপেনশন প্রত্যাহারের ফলে সিপিআইএমের অভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে পারবেন। তাঁর যা বক্তব্য, সেখানেই জানাবেন বলে দাবি করেছেন তন্ময়। যে তন্ময়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছিল বরানগর থানার পুলিশ।
আরও পড়ুন: ‘সঠিক পথে তদন্ত করছে না সিবিআই’, সন্দীপের জামিনে ফুঁসে উঠলেন নির্যাতিতার বাবা
তদন্তের রিপোর্ট কবে আসবে?
যদিও তন্ময়ের বিরুদ্ধে যে তদন্ত রিপোর্ট জমা পড়েছে, তাতে কী আছে, সেটা স্পষ্ট নয়। আপাতত সে বিষয়ে সিপিআইএমের তরফে কিছু জানানো হয়নি। কবে তদন্ত রিপোর্ট সামনে আসবে, সেটাও জানায়নি সিপিআইএম।