কালীঘাটের কাকুর নাম নিয়ে একেবারে তোলপাড় বাংলা জুড়ে। তাপস মণ্ডল থেকে গোপাল দলপতি একাধিকবার তাঁদের মুখে শোনা গিয়েছে কালীঘাটের কাকুর কথা। আর মঙ্গলবার সেই কালীঘাটের কাকুর নাম ফাঁস করে দিলেন নিয়োগ দুর্নীতিতে ধৃত তাপস মণ্ডল। মঙ্গলবার সংবাদ মাধ্যমের ক্য়ামেরার সামনে তিনি সেই কালীঘাটের কাকুর নাম সামনে আনেন।
এদিকে এর আগে গোপাল দলপতি জানিয়েছিলেন কুন্তল ঘোষ বার বারই কালীঘাটের কাকুর কথা উল্লেখ করতেন। তার কাছে পেমেন্ট দিতে হবে বলে বলত কুন্তল। কিন্তু সেই সময় কালীঘাটের সেই কাকুর নাম অবশ্য় বলেননি গোপাল দলপতি কিংবা তাপস মণ্ডল। তবে এবার গ্রেফতার হতেই কালীঘাটের কাকুর নাম বলেই দিলেন তাপস মণ্ডল।
তাপস মণ্ডল এদিন সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বলেন, কালীঘাটের কাকুর নাম সুজয় ভদ্র। কার্যত নাম বলার পরে হেসে ফেলেন তাপস মণ্ডল। একেবারে ফুরফুরে বিন্দাস মেজাজে নিয়োগ কেলেঙ্কারিতে ধৃত তাপস মণ্ডল। মঙ্গলবার স্বাস্থ্য পরীক্ষার পরে গাড়িতে ওঠার সময় তাকে প্রশ্ন করা হয়েছিল কালীঘাটের কাকু কে? সেই সময় তাপস বলেন, সেটা কুন্তল বলবে। আপনি জানেন না? প্রশ্ন করেছিল সংবাদ মাধ্যম। এই প্রশ্নের উত্তর শুনে তাপস বলেন, নামটা বলেছে, কি যেন সুজয় ভদ্র নাকি। কে এই সুজয় ভদ্র? তাপসের জবাব আমি চিনি চিনি না। সবাই জানে। সবাই জানে।
এদিকে কে এই সুজয় ভদ্র, তৃণমূলের সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না, কালীঘাটের সঙ্গে তার কী যোগ এসব ধাঁধার উত্তর খুঁজছে বাংলা। তবে এতদিন পরে নতুন একটি নাম সামনে আসায় কিছুটা হলেও আশ্বস্ত বঙ্গবাসী। তবে এবার কি সুজয় ভদ্রও যাবে সিবিআইয়ের জালে?
সেই প্রশ্নের উত্তর মেলেনি। তবে গোটা বাংলা জুড়েই যে ছড়ানো নিয়োগ দুর্নীতির জাল তা বলাই বাহুল্য। এক এক করে একটি করে নাম সামনে আসছে।
এদিকে কালীঘাটের কাকু প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কাকু, কাকুর ভাইপো, কাকীমা, মাসিমা, পিসিমা, ভাইপো সবার নামই এবার সামনে আসছে।
এদিকে কুন্তল ঘোষকেও এদিন প্রশ্ন করা হয়েছিল, আরও কারা এই ঘটনার সঙ্গে যুক্ত? আরও কাদের নাম এবার সামনে আসবে? সেনিয়েও একটি নাম তিনি উল্লেখ করেন। বিভাস অধিকারীর নাম তিনি আনেন। সে তাপস মণ্ডলের মতো একজন। তবে আরও নাম যে সামনে আসবে এবার নিয়োগ দুর্নীতিতে সেটা ক্রমশ বোঝা যাচ্ছে। তবে এদিন যেভাবে খোশমেজাজে ছিলেন তাপস মণ্ডল সেটাও নজর কেড়েছে অনেকের।