বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > নতুন পদ পেলেন তাপস রায়, সুদীপের সঙ্গে বিবাদ কি মিটবে এবার?

নতুন পদ পেলেন তাপস রায়, সুদীপের সঙ্গে বিবাদ কি মিটবে এবার?

তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়

উত্তর কলকাতার সভাপতি পদটা আগেই গিয়েছিল তাপস রায়ের। তবে এবার নতুন পদে বসানো হল তাঁকে। তাতে ঝগড়া কি থামবে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে? 

কিছুদিন আগের ঘটনা। সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রকাশ্যেই মুখ খুলেছিলেন তৃণমূলে অন্যতম মুখপাত্র তাপস রায়। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, উত্তর কলকাতায় ঘাসফুলের রাজনীতিতে সুদীপ-তাপস লড়াই নতুন কিছু নয়। তবে নানা কারণে তা এতদিন চাপা ছিল। এবার তা ক্রমেই প্রকাশ্য আসছে। তবে মনে করা হচ্ছে এবার সেই দ্বন্দ্বে জল ঢালতেই তাপস রায়কে দমদম- ব্যারাকপুর জেলা তৃণমূলের সভাপতি পদে বসানো হল। বরাহনগরের বিধায়ক তাপস রায় বসলেন দমদম ব্যারাকপুর জেলা সভাপতির দায়িত্বে।

এদিকে এর আগে দমদম-ব্যারাকপুর জেলা তৃণমূলের সভাপতির চেয়ারে বসেছিলেন পার্থ ভৌমিক। কিন্তু তিনি মন্ত্রী হওয়ার পরে দলের এই পদ ছাড়তে কার্যত বাধ্য হন। কারণ এক ব্যক্তি এক পদ। এদিকে সেই পদেই এবার বসানো হল তাপস রায়। দলের গুরুত্বপূর্ণ পদে বসানো হল তাপস রায়কে। দলের অন্দরে তাপসের গুরুত্ব যে এখনও যথেষ্ট সেটাই কার্যত বুঝিয়ে দিতে চেয়েছে দল। এতে একদিকে যেমন তাপসের ক্ষোভের আঁচে জল দেওয়া সম্ভব হল তেমনি অনেকদিন ফাঁকা থাকা পদেও বসানো হল দলের পোড় খাওয়া নেতাকে।

এদিকে নতুন পদ পাওয়ার পরে সংবাদমাধ্যমের সামনে নেত্রী অনুগত সৈনিকের মতোই প্রতিক্রিয়া দিয়েছেন তিনি। তাপস রায় জানিয়েছেন, দল যখন আমাকে দায়িত্ব দিয়েছে তখন সেই দায়িত্ব পালন করেছি। এখন দল মনে করেছে দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্ব আমাকে দিলে সঠিক কাজ হবে। তাই আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করব।

এদিকে দলের একাংশের মত বিধানসভা নির্বাচনের পরে তাপস রায়কে উত্তর কলকাতা সভাপতির পদে বসানো হয়েছিল। কিন্তু সেই চেয়ারও বেশিদিন টেকেনি। আট মাসের মধ্যে সভাপতি পদ যায়। এরপর তাপস রায়কে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়।এর জেরে ক্ষোভের আঁচ বাড়তে থাকে ক্রমশ। এরপর পুরানো বিবাদ যেন ফের উসকে ওঠে। প্রকাশ্যেই সুদীপের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেন তাপস রায়। অভিযোগ অনেক ক্ষেত্রে তা শালীনতার সীমাও অতিক্রম করে যায়। সুদীপের সঙ্গে বিজেপির তলায় তলায় যোগাযোগ রয়েছে বলেও অভিযোগ তুলেছিলেন তাপস রায়। পালটা এনিয়ে তাপসকে কোণঠাসা করতে উঠেপড়ে নামেন সুদীপ বন্দ্যোপাধ্য়ায়। এনিয়ে দলের অন্দরেও কার্যত দ্বিধাবিভক্ত হয়ে যায়।অস্বস্তিতে পড়েন দলের শীর্ষ নেতৃত্ব। তবে এবার অত্যন্ত সুকৌশলে ড্যামেজ কন্ট্রোলে নামল তৃণমূল।

 

বাংলার মুখ খবর

Latest News

‘মির্জা’র হয়ে গলা ফাটাবেন দেব-জিৎ! অঙ্কুশের ছবির ট্রেলার লঞ্চে থাকছেন আর কারা? ভারতের মুকুটে নয়া পালক, প্রথম উড়ানে সফল 'মেড ইন ইন্ডিয়া' মার্ক ১এ যুদ্ধবিমান অঞ্জলি চক্র এবং সুফি মালিক কারা? বিয়ের আগেই কেন বিচ্ছেদ হল তাঁদের ED তার কাজ করছে, আমি আমার কাজ করছি, হাজিরা এড়িয়ে হুঙ্কার মহুয়ার লোকসভার আগে মহাজোটে ভাঙন ধরিয়ে পঞ্চায়েত দখল করে নিল তৃণমূল Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.