বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > কে বলল উনি মমতার প্রতি বিশ্বস্ত? সুদীপকে ফের আক্রমণ তাপস রায়ের

কে বলল উনি মমতার প্রতি বিশ্বস্ত? সুদীপকে ফের আক্রমণ তাপস রায়ের

তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়

তাপস রায়ের পর্যবেক্ষণ, ‘উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আঙুলের ওপর দাঁড়িয়ে থাকে। আর যারা দলে সক্রিয় তাদের উনি পছন্দ করেন না’।

ফের একবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। বৃহস্পতিবার উত্তীর্ণ ভবনে তৃণমূলের বিজয়া সম্মিলনীতে যখন মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায় স্তুতিগান করছিলেন সুদীপ তখন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুদীপের মুন্ডুপাত করছিলেন তাপস। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় মহানুভব বলে পদ পেয়েছেন।

এদিন তাপসবাবু বলেন, ‘ওনাকে দেখে আমরা দল করি না। আমরা দল করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। যদি দেখা যায় যে কারও কারও কাজে দলের ক্ষতি হচ্ছে, দিদিমণির ভাবমূর্তি নষ্ট হচ্ছে তাহলে নিশ্চই আমাদের মতো বরিষ্ঠ নেতাদের প্রতিবাদ করতেই হবে। যাদের সঙ্গে বিজেপির যোগাযোগ রয়েছে তাদের নিয়ে দল নিশ্চই ভাববে। দল নিশ্চই ব্যবস্থা নেবে। আমি খুব আশাবাদী’।

তাপস রায়ের পর্যবেক্ষণ, ‘উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে রাজনীতি করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আঙুলের ওপর দাঁড়িয়ে থাকে। আর যারা দলে সক্রিয় তাদের উনি পছন্দ করেন না’।

আমরা ঘাস কাটি তাই মঞ্চে জায়গা হয় না, তাপসের পাশে দাঁড়িয়ে বললেন মদন

উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত..., সাংবাদিকের এটুকু প্রশ্নেই তেলে বেগুনে জ্বলে ওঠেন তাপস রায়। বলেন, ‘কে বলেছে ও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি বিশ্বস্ত? মমতা বন্দ্যোপাধ্যায় একজন উদারমনা, মহানুভব। খুব বড় মনের ও মাপের মানুষ। সেইখানেই কখনও কখনও সুযোগ সুবিধা মতো কেউ জায়গা করে নেয়। ওকে যখন ৬ বছর সাসপেন্ড করা হয়েছিল উনি বলেছিলেন, দলটা ৬ বছর থাকবে তো?’

পুজোর সময় উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষের বাড়িতে যান স্থানীয় সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। এতেই চটেছেন তাপস রায়। তাঁর অভিযোগ, তমোঘ্নর বাবা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। তমোঘ্নকে তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে গিয়েছিলেন সুদীপ। কিন্তু যেখান শুভেন্দু অধিকারীসহ অন্য বিজেপি নেতারা হাজির রয়েছেন সেখানে যাওয়ার কারণ কী?

 

বন্ধ করুন