বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > আমি ভালো আছি, সুদীপের সঙ্গে সম্পর্ক ভালো হোক চাই না, বললেন তাপস রায়

আমি ভালো আছি, সুদীপের সঙ্গে সম্পর্ক ভালো হোক চাই না, বললেন তাপস রায়

তাপস রায়।

শুক্রবার তাপসবাবু সংবাদমাধ্যমকে বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। ২২ বছর নিষ্ঠা ও সততার সঙ্গে এই দল করছি। রাজ্যের সমস্ত সাংসদ ও বিধায়কের সঙ্গে আমার সুসম্পর্ক। একজনের সঙ্গে সম্পর্ক ভালো না খারাপ তাতে কিছু যায় আসে না।

আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। সুদীপের সঙ্গে আমার সম্পর্ক কেমন তা অপ্রাসঙ্গিক। সংবাদমাধ্যমের সামনে মুখ খুলে ফের বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। যার ফলে ফের একবার উত্তর কলকাতার ২ দাপুটে নেতার সম্পর্কের শৈত্য কাটার সম্ভাবনা রসাতলে গেল।

শুক্রবার তাপসবাবু সংবাদমাধ্যমকে বলেন, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি। ২২ বছর নিষ্ঠা ও সততার সঙ্গে এই দল করছি। রাজ্যের সমস্ত সাংসদ ও বিধায়কের সঙ্গে আমার সুসম্পর্ক। একজনের সঙ্গে সম্পর্ক ভালো না খারাপ তাতে কিছু যায় আসে না। আমি চাই না বিশেষ একজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হোক।

তাপস রায়ের দাবি, ‘একজনকে ব্যতিক্রমী তালিকায় রাখার নিশ্চই কারণ আছে। আমার জন্য আজ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কে বিড়ম্বনায় পড়তে হয়নি। হবেও না। আমি ভালো আছি। দলের কাজ নিয়ে আছি। দল যে দায়িত্ব দেয় তা পালন করার চেষ্টা করি। তার বাইরে কে কী বলল ভাবার সময় নেই।’

তৃণমূলের অন্দরে তাপস রায় ও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের কোন্দল বারবার শিরোনামে এসেছে। দুর্গাপুজোর সময় উত্তর কলকাতা জেলা বিজেপি সভপতির বাড়ি গিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। এর পরই তাঁর ওপর প্রকাশ্যে আক্রমণ শুরু করেন তাপস রায়। পালটা ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সুদীপবাবুও। সেই কোন্দল যে আপাতত থামার নয় শুক্রবার তা স্পষ্ট করলেন তাপসবাবু।

 

বন্ধ করুন