তথাগত রায়। বিজেপি নেতা তথা প্রাক্তন রাজ্যপাল। সোশ্য়াল মিডিয়ায় নানা বিষয় নিয়ে নানা প্রসঙ্গ তোলেন তিনি। নানা সময় তাঁর পোস্টকে ঘিরে চর্চাও চলে পুরোদমে। সাদাকে সরাসরি সাদা বলেন, কালোকে কালো। এমনটাই বলেন অনেকে। তবে সেই তথাগত রায় এবার নেটিজেনদের একাংশের উপর একেবারে চটে লাল।
এক্স হ্যান্ডেলে তিনি তাঁর ক্ষোভ উগরে দিয়েছেন।
তিনি লিখেছেন, 'এই এক্স-এ কিছু আজব ….আছে। এরা আমাকে বলে,অমুকটা নিয়ে কিছু বলুন, তমুকটা নিয়ে আপনি চুপ কেন ?
আরে, আমি কি গোটাকতক চটিচাটা আর কাঠমোল্লার ফরমাস খাটার জন্য এখানে এসেছি ? তুই পারিস তো নিজে লেখ না ?'
মারাত্মক রেগে গিয়েছেন তথাগত রায়। তবে নানা বিষয় নিয়ে নানা পোস্ট তিনি করেন নিয়মিত। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকেও তিনি বার বার কটাক্ষ করেছেন। সেখানকার উপদেষ্টাদেরও নিশানা করেছেন তিনি।
তিনি একটি পোস্টে লিখেছেন, 'বাংলাদেশের গাদা গাদা ‘উপদেষ্টা’ কাকে উপদেশ দেয় ? সেই উপদেশ নিয়ে তারা করেই বা কি ?
বাস্তব হচ্ছে, বাংলাদেশে এখন মাৎস্যন্যায় চলছে। বড় মাছ ছোট মাছকে খাচ্ছে, আরো বড় মাছ আবার বড় মাছকে খাচ্ছে।
পাকিস্তানীরা এইজন্যই বলত, এরা অতি নিম্নশ্রেণীর জীব। “East Pakistan is a low lying land of low, lying people" (General Niazi) - অর্থাৎ পূর্ব পাকিস্তান একটি নীচু জমি, যেখানে নীচ, মিথ্যাবাদী লোকেরা বাস করে ।'
অত্যন্ত তাৎপর্যপূর্ণ পোস্ট করেছেন তথাগত রায়। বিজিবিএসের প্রসঙ্গ থেকে বাংলাদেশ, পুলিশ পাহারায় সরস্বতী পুজো থেকে বাংলায় সিপিএম নানা প্রসঙ্গে পোস্ট করেন তথাগত রায়। তবে তথাগত রায়ের এই সব পোস্টের জবাবে নেটিজেনরাও নানা কটাক্ষ করেন। কেউ সমর্থন করেন। কেউ আবার কু মন্তব্য করেন। এমনকী নানা পরামর্শও দেন। তবে কি সেই পরামর্শ যারা দেন তাদের উপর রেগে লাল হলেন তথাগত?
তিনি লিখেছেন, অমুকটা নিয়ে কিছু বলুন, তমুকটা নিয়ে আপনি চুপ কেন ?
অনেকের মতে, শুধু বাংলাদেশের উপদেষ্টাদের উপর নয়, নেটপাড়ার 'উপদেষ্টাদের' উপরেও রেগে গিয়েছেন তথাগত রায়। সেই সঙ্গেই তিনি নিজের অবস্থানটিও পরিস্কার করে দিয়েছেন। তিনি লিখেছেন, 'এই এক্স-এ কিছু আজব ….আছে। এরা আমাকে বলে,অমুকটা নিয়ে কিছু বলুন, তমুকটা নিয়ে আপনি চুপ কেন ?
আরে, আমি কি গোটাকতক চটিচাটা আর কাঠমোল্লার ফরমাস খাটার জন্য এখানে এসেছি ? তুই পারিস তো নিজে লেখ না ?'