বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের ঘটনা ঘটেই চলেছে। এই আবহে এপার বাংলায় উদ্বেগ বাড়ছে। এরই সঙ্গে রাজনৈতিক চাপানউতোরও বাড়ছে। এহেন পরিস্থিতিতে বিজেপি বনাম তৃণমূল তরজা শুরু হয়েছে। বাংলার শাসকদলের নেতা কুণাল ঘোষ বলছেন - মোদীর সরকার কি আঙুল চুষছে? কোথায় ৫৬ ইঞ্চি? আর এবার বিজেপির প্রাক্তন সাংসদ তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায় বললেন, 'আমরা শুধু ২০০২ গুজরাটের মোদীরে ফিরে পেতে চাই।' যা নিয়ে সোশ্যাল মিডিয়া সরগরম। শুরু হয়েছে বিতর্ক। এই নিয়ে তথাগত রায়ের পোস্টের নীচে এক ব্যক্তি প্রশ্ন করেন, 'আপনি কী বলছেন? ২০০২ সালের গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গার জন্যে মোদী দায়ী ছিলেন?' এর জবাবে আবার তথাত রায় লেখেন, 'না। শুধু মোদীর 'নিউটনের তৃতীয় গতিসূত্রের' পুনরাবৃত্তি চাই। সব ক্রিয়ারই সবান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই সূত্রই ভারতের সাম্প্রদায়িক সম্পর্ক পরিসর বদলে দিয়েছিল।' (আরও পড়ুন: 'আশা করি কেন্দ্র-রাজ্য…', মণিপুর হিংসা নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক)
আরও পড়ুন: সুনামগঞ্জে হিন্দুদের ওপর হামলা, গর্জে উঠলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা
উল্লেখ্য, তথাগত রায়ের যে পোস্ট নিয়ে এত বিতর্ক, তাতে তিনি লিখেছেন, 'বাংলাদেশে হিন্দুদের ওপর অমানবিক নিপীড়নের মুখে ভারতের নীরবতায় আমাদের যন্ত্রণা আমি বুঝতে পারি। আমি নিজেই ব্যথিত। কিন্তু মোদীজির বিকল্প কী? রাহুলবাবা? সুলতানা মমতা? আমরা শুধু গুজরাট ২০০২-এর মোদীকে ফিরে পেতে চাই।' এই পোস্টে আবার এক বাংলাদেশি কমেন্ট করেছেন, 'এই পোস্টটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া উচিত। বাংলাদেশিরা যে কীসের সঙ্গে লড়াই করছে, তা এর থেকে স্পষ্ট। এই হল ভারতীয় ডানপন্থীদের মানসিকতা।' (আরও পড়ুন: '…কী হল এত আন্দোলন করে?', উপনির্বাচনের ফল নিয়ে মুখ খুলল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট)
এরপরও গতরাতে অপর এক পোস্টে তথাগত রায় লেখেন, 'কলকাতার হাসপাতালগুলো নাকি বাংলাদেশী রোগীর অভাবে পথে বসছে! তা বসুক। কিন্তু এই বাংলাদেশী রোগীগুলো ভারতে আসছিল কেন ? কারণ তাদের দেশে কিছু হাতুড়ে হেকিম ছাড়া চিকিৎসক নেই। কলকাতার হাসপাতাল ঠিক দাঁড়িয়ে যাবে, কিন্তু বাংলাদেশ ভর্তি হয়ে যাবে ল্যাংড়া, অন্ধ, নুলো রোগজর্জর রোগীতে।' এরপর অন্য এক পোস্টে আবার তথাগত রায় লেখেন, 'যদি আমরা, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুরা, বাংলাদেশের বাঙালি হিন্দুদের যন্ত্রণার সমব্যথী না হই, যদি আমরা তাদের উপর বীভৎস ধর্মীয় অত্যাচারের বিরুদ্ধে রুখে না দাঁড়াই, যদি ভাবি ‘আমার কি’, তাহলে আমাদের, পশ্চিমবঙ্গের বাঙালি হিন্দুদের, প্রথমে মুসলমানের বশ্যতা স্বীকার করতে হবে। তারপর বিলুপ্তি অবশ্যম্ভাবী।'
এর আগে কার্যত বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনারের পর্যবেক্ষণ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। সেই ইস্যুতে এক পোস্ট করে তথাগত লিখেছেন, 'প্রণয় ভার্মা, বাংলাদেশে থাকা ভারতীয় হাই কমিশনারের পর্যবেক্ষণ, আমাদের সম্পর্কটা বহুমুখী। …সেটা একটা ইস্যুতে কমে যাবে না। হিন্দুদের মরতে দিন, তাঁদের শাস্তি পেতে দিন, আমরা একাধিক ইস্যু যেমন বাণিজ্য, যাতায়াত, পর্যটন ইত্যাদি চালিয়ে যাব? এটার একটা ব্যাখা দিন।'