'সবকা সাথ সবকা বিকাশ' পালটে দেওয়ার দাবি তুলে দলেই 'বিভাজন' সৃষ্টি করেছেন শুভেন্দু অধিকারী। এদিকে বঙ্গ বিজেপির তাবড় নেতারা শুভেন্দুর মন্তব্যকে সমর্থন করছেন না। স্পষ্ট জানানো হয়েছে, শুভেন্দুর বক্তব্য কোনও ভাবেই দলের নীতির সঙ্গে খাপ খাচ্ছে না। তবে এরই মধ্যে এই বিষয়ে মুখ খুললেন বর্ষীয়ান নেতা তথাগত রায়। প্রাক্তন সাংসদ তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল দাবি করলেন, শুভেন্দু যা বলেছেন ঠিকই বলেছেন। তথাগতর কথায়, বিরোধী দলনেতা যা বলেছেন তা ধ্রুব সত্য। বাকিটা রাজনীতি। (আরও পড়ুন: লোকালযাত্রীদের জন্যে সুখবর, এই রুটে চালানো হবে অতিরিক্ত EMU স্পেশাল ট্রেন)
আরও পড়ুন: বেসরকারি হাতে উঠবে ইস্ট-ওয়েস্ট মেট্রো? রেল বোর্ডের পরিদর্শন ঘিরে জল্পনা
এর আগে শুভেন্দু বলেছিলেন, 'আমিও বলেছি, আমিও বলেছি, রাষ্ট্রবাদী মুসলিম। আপনারাও বলেছেন, সবকা সাথ সবকা বিকাশ। আর বলব না। বলব, জো হামারা সাথ, হাম উনকা সাথ। সবকা সাথ, সবকা বিকাশ বন্ধ করো। সংখ্যালঘু মোর্চার কোনও দরকার নেই।' এই নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছে। বিজেপির অন্দরেই শুরু হয়েছে চর্চা। 'অস্বস্তি' কাটাতে শুভেন্দুর বক্তব্য থেকে দলের রাজ্য সংগঠন দূরত্ব তৈরি করেছে। তবে তথাগত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখলেন, 'রাজনীতিতে সকলের সাহস থাকে না এতটা সত্যি এতটা জোরে বলার। শুভেন্দু অধিকারী দীর্ঘজীবী হোন। মঞ্চে শুভেন্দু যা বলেছেন, তা ধ্রুব সত্য। বাকিটা রাজনীতি। এর আগে যেমন ফিরহাদ বলেছিলেন ইসলামেপ বাইরে জন্মানো ব্যক্তিদের নিয়ে তিনি যা বলেছেন, তা তাঁর বিশ্বাস। আর সেই বিষয় নিয়ে মমতাকে প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, তিনি বিষয়টি জানেন না - এটা রাজনীতি।' (আরও পড়ুন: বন্দুর উঁচিয়ে 'জমি দখলের' চেষ্টা, অবশেষে পুলিশের জালে IAS পূজা খেদকরের মা)
আরও পড়ুন: TMC নেতার নেতৃত্বে 'দাদাগিরি', জুনপুটে মিসাইল লঞ্চপ্যাডের কাজ বন্ধ করল DRDO
এদিকে নিজের মন্তব্য ঘিরে বিতর্ক হতেই সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে পোস্ট করে শুভেন্দু বলেছিলেন, 'আমার কথার প্রেক্ষাপট পালটে দেওয়া হয়েছে। আমি খুব স্পষ্টভাবে বলেছি, যাঁরা জাতীয়তাবাদী, যাঁরা দেশ এবং বাংলার পক্ষে থাকেন, তাঁদের সঙ্গে আমাদের থাকা উচিত। যাঁরা আমাদের পক্ষে থাকেন না, যাঁরা দেশ এবং বাংলার স্বার্থবিরোধী কাজ করেন, তাঁদের স্বরূপ ফাঁস করে দিতে হবে আমাদের। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সংখ্যাগুরু এবং সংখ্যালঘু চিহ্নিত করে মানুষের মধ্যে বিভাজন করা উচিত নয়। তাঁদের সকলকে ভারতীয় হিসেবে দেখা উচিত। আমি লিখিতভাবে এবং মনের অন্তর থেকে প্রধানমন্ত্রীর সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা বিশ্বাস, সবকা প্রয়াসে বিশ্বাস করি।'
আরও পড়ুন: 'ভালোবাসার নামে ছেলেকে ঠকিয়েছে স্মৃতি', আরও বিস্ফোরক দাবি শহিদ ক্যাপ্টেনের বাবার
এদিকে এই গোটা বিতর্ক প্রসঙ্গে বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, 'ইতিমধ্যে এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের অবস্থান ব্যাখ্য়া করেছেন। তিনি টুইটও করেছেন। এ বিষয়ে আমাদের সরকার এবং বিজেপির অবস্থান খুব পরিষ্কার। আমাদের মুখ্য মুখপাত্রও (বিজেপির) অবস্থান স্পষ্ট করেছেন। আমরা আমাদের সরকারের ঘোষিত সবকা সাথ সবকা বিকাশ নীতিতে বিশ্বাস করি।'