নিউ টাউনের টেকনো সিটি থানায় চলল গুলি। সহকর্মীর গুলিতে আহত হলেন সাব ইন্সপেক্টর। আহত সহকারী পরিদর্শক কৌশিক ঘোষের বাঁ পায়ে গুলি লেগেছে। অভিযুক্ত অতিরিক্ত সরকারী পরিদর্শক অভিজিৎ ঘোষকে সাসপেন্ড করেছে বিধাননগর কমিশনারেট।
থানা সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে টেকনো সিটি থানার তিন তলায় পুলিশ ব্যারাকে এক রাউন্ড গুলি চলে। গুলি লাগে কৌশিকবাবুর বাঁ পায়ে। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সহকর্মীরা। সেখানে তিনি জানান, অতিরিক্ত সহকারী পরিদর্শক অভিজিৎ ঘোষের অসাবধানতায় বন্দুক থেকে গুলি ছিটকে লেগেছে তাঁর পায়ে। চিকিৎসকরা জানিয়েছেন কৌশিকবাবু বিপন্মুক্ত। তবে অস্ত্রোপচার করে গুলিটি পা থেকে বার করতে হবে।
ঘটনার খবর পেয়ে সকালে থানায় পৌঁছন পদস্থ পুলিশ আধিকারিকরা। এর পর অভিজিৎ ঘোষকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেন তাঁরা। কী করে গুলি চলল তা জানতে তদন্ত কমিটি গঠন করেছে বিধাননগর কমিশনারেট। কোনও বচসার জেরে গুলি চলেছে কি না তাও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।