টাকা দিয়ে অনলাইন গেম খেলে হারের জেরে আত্মহত্যার চেষ্টা এক কিশোরের। রবিবার দুপুরে ওই কিশোরকে দ্বিতীয় হুগলি সেতুর ওপর থেকে উদ্ধার করে পুলিশ। ওই কিশোর টালিগঞ্জের একটি বেসরকারি স্কুলের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা গিয়েছে।
বিদ্যাসাগর ট্র্যাফিক গার্ডের তরফে জানা গিয়েছে, রবিবার দুপুর ২টো নাগাদ কিশোরকে সেতুর ওপর উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখেন পুলিশকর্মীরা। খবর দেওয়া হয় পেট্রোলিং ভ্যানকে। পেট্রোলিং ভ্যান গিয়ে কিশোরকে উদ্ধার করে।
জিজ্ঞাসাবাদে কিশোর জানায়, কিছুদিন ধরে অনলাইন গেমে আসক্ত হয়ে পড়েছিল সে। বাবার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে অনলাইন গেমে নাম লিখিয়েছিল। কিন্তু তাতে হেরে যায়। ওদিকে এউ ঘটনার জেরে পরিবারের সদস্যরা তাঁকে ব্যাপক বকাবকি করেন। এর জেরেই অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় সে।
উদ্ধারের পর কিশোরের পরিবারকে খবর দেন পুলিশকর্মীরা। পরিবারের সদস্যরা এসে কিশোরকে থানা থেকে নিয়ে যান। ছেলের এই পদক্ষেপে হতবাক তাঁরাও।