বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > অবসাদে ২৪তলা থেকে মরণঝাঁপ কিশোরের

অবসাদে ২৪তলা থেকে মরণঝাঁপ কিশোরের

প্রতীকি ছবি

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মুম্বই ছাড়তে হওয়ায় অবসাদে ভুগছিল কিশোরটি। সোমবার সকালে শৌচাগারের জানলা খুলে ঝাঁপ দেয় সে।

কলকাতার অভিজাত আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী কিশোর। সোমবার সকালে আবাসনের ২৪তলা থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয় সে। ঘটনাটি কলকাতার আনন্দপুর থানা এলাকার একটি আবাসনের। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবসাদে আত্মঘাতী হন ওই কিশোর। 

কলকাতার এক নামি স্কুলের দ্বাদশের পড়ুয়া ওই কিশোর গত জুলাইয়ে মুম্বই থেকে শহরে আসে। তার বাবা একটি বেসরকারি সংস্থার আধিকারিক। সোমবার সকালে বহুতলের নীচে কিশোরকে পড়ে থাকতে দেখেন নিরাপত্তারক্ষীরা। একটি সাইকেলের ওপরে আছড়ে পড়ে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। পতনের অভিঘাতে দুমড়ে যায় সাইকেলটি। 

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মুম্বই ছাড়তে হওয়ায় অবসাদে ভুগছিল কিশোরটি। সোমবার সকালে শৌচাগারের জানলা খুলে ঝাঁপ দেয় সে। 

 

বন্ধ করুন