বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Heroine: খিদিরপুর–তেঘরিয়া থেকে ১০ কোটির মাদক উদ্ধার, শহরে মিলল পাচারের নেটওয়ার্ক

Heroine: খিদিরপুর–তেঘরিয়া থেকে ১০ কোটির মাদক উদ্ধার, শহরে মিলল পাচারের নেটওয়ার্ক

১০ কোটি টাকার মাদক।

শহরে প্রায়ই এই মাদক উদ্ধার হয়ে থাকে। তবে এত বিপুল পরিমাণ অর্থের মাদক আগে কখনও ধরা পড়েনি। এই দুই পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক মাদক পাতারচক্রের যোগ আছে বলে মনে করা হচ্ছে। এক দম্পতিকেও একবার ধরা হয়েছিল মাদক পাচারের জন্য। 

এবার খাস কলকাতার দুই প্রান্ত থেকে উদ্ধার হল ১০ কোটি টাকার মাদক। শুল্ক দফতর এই মাদক–সহ দু’‌জনকে গ্রেফতার করেছে। আড়াই কেজি হেরোইন তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। এই মাদক পাচার চক্রের হদিশ পেতে তাদের দফায় দফায় জেরা শুরু করেছেন শুল্ক দফতরের কর্তারা।

ঠিক কী ঘটেছে শহরে?‌ আজ, রবিবার গোপন সূত্রে খবর পায় শুল্ক দফতর। সেই সূত্রের উপর ভিত্তি করেই প্রথমে কলকাতার তেঘরিয়া এলাকায় অভিযান চালান শুল্ক দফতরের আধিকারিকরা। সেখান থেকে উদ্ধার হয় ৯৯৫ গ্রাম হেরোইন। সেখান থেকে একজনকে গ্রেফতার করে শুল্ক দফতর। মাদক পাচার করার জন্যই এগুলি শহরে নিয়ে আসা হয়েছিল। তাকে জেরা করে যে তথ্য মিলেছিল তার ভিত্তিতে মোমিনপুর এলাকায় অভিযান চালান আধিকারিকরা। সেখান থেকে ১ কেজি ৬২৭ গ্রাম হেরোইন উদ্ধার হয়। আর একজনকে গ্রেফতার করা হয়।

আর কী জানা যাচ্ছে?‌ শুল্ক দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া মাদকের বাজার মূল্য প্রায় ১০ কোটি ৪০ লক্ষ টাকা। কীভাবে তা ওই দু’‌জনের হাতে এল?‌ কোথায় পাচার করা হচ্ছিল?‌ সেসব বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দুই মাদক কারবারিকে নিজেদের হেফাজতে রেখে জেরা করছে শুল্ক দফতরের কর্তারা। এই মাদক শহরের নানা প্রান্তে পাচার হওয়ার কথা ছিল।

উল্লেখ্য, শহরে প্রায়ই এই মাদক উদ্ধার হয়ে থাকে। তবে এত বিপুল পরিমাণ অর্থের মাদক আগে কখনও ধরা পড়েনি। এই দুই পাচারকারীর সঙ্গে আন্তর্জাতিক মাদক পাতারচক্রের যোগ আছে বলে মনে করা হচ্ছে। এক দম্পতিকেও একবার ধরা হয়েছিল মাদক পাচারের জন্য। কলকাতাকে সেফ করিডর হিসাবে ব্যবহার করে বাংলাদেশ–সহ অন্যান্য দেশ থেকে মাদক এখানে আসছে।

বাংলার মুখ খবর

Latest News

তুলা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ মার্চের রাশিফল ২১-এ মিলিয়েছিলেন অঙ্ক, সেই PK ২৪-এর ভোটে 'পদ্মের চমক' দেখছেন বাংলায় কন্যা রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ মার্চের রাশিফল নেশার জন্য ভেঙেছে প্রথম বিয়ে, 'বেহেড মাতাল' জাভেদকে কী করে সামলেছিলেন শাবানা? ‘‌আমরা সু্প্রিম কোর্ট তত্ত্বাবধানে ২০২৪ নির্বাচন চাই’‌, বিজেপিকে ঠুকে দাবি ডেরেক গাড়ি চালাচ্ছিলেন ১০৩ বছরের মহিলা, পুলিশ ধরে তাঁকেই চালান দিল! বোল্ড আউটফিটে শিল্পা, ‘কোমরের হাড় বেরিয়ে এসেছে নাকি?', প্রশ্ন নেটপাড়ার সিংহ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৯ মার্চের রাশিফল লোকসভার আগে মধ্যপ্রদেশ কংগ্রেসে বড় ধাক্কা, বিজেপিতে যোগ দিলেন কমল ঘনিষ্ঠ জাফর কোটায় আত্মহত্যার চেষ্টা ছাত্রীর, ‘অ্যান্টি হ্যাঙ্গিং ডিভাইস’ থাকায় বাঁচল প্রাণ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.