টেট দুর্নীতি নিয়ে বিতর্কের আবহেই পরীক্ষার গাইডলাইন প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। পরীক্ষা কেন্দ্রে ঘড়ি থেকে সোনার গয়না--এ সব কিছু নিয়ে প্রবেশ করা যাবে না বলে পর্ষদের গাইডলাইনে জানানো হয়েছে। শুধু তাই নয় বয়সসীমার মধ্যে একাধিকবার বসা যাবে এই পরীক্ষায়।
আগামী ১১ ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হবে। বেলা ১২টা থেকে শুরু হবে এই পরীক্ষা। আড়াই ঘণ্টা ধরে চলবে পরীক্ষা। এ ছাড়া পর্ষদের গাইডলাইনে বলা হয়েছে, টেট উত্তীর্ণ শংসাপত্র বৈধতা 'লাইফটাইম'। টেটের সিলেবাসের নমুনাও প্রশ্ন করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
প্রসঙ্গত আগামী ৩ নভেম্বরের মধ্যে আবেদন জমা করতে হবে। অনলাইনেও আবেদনের শেষ দিন ৩ নভেম্বর।
পরীক্ষার্থীদের যে বিষয়গুলি মাথায় রাখতে হবে:
১. পরীক্ষা শুরু হওয়ার দু'ঘণ্টা আগে হলে ঢুকতে হবে। পরীক্ষা শুরু হয়ে গেলে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না।
২. ওয়েবসাইট থেকে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।
৩. পরীক্ষার্থীদের নিজেদের রোল নম্বর মিলিয়ে জায়গা খুঁজে নিতে হবে।
৪. কোনও ছাপানো কাগজ, পেনসিল বক্স,ক্যাল্কুলেটর, স্কেল, পেন ড্রাইভ, রবার, ইলেকট্রনিক পেন, কার্ড নিয়ে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা।
৫. মোবাইল, ব্লুটুথ ইয়ারফোন, হেলথ ব্যান্ড সঙ্গে রাখা যাবে না।
৬. ক্যামেরা, সানগ্লাস, সোনার গয়না নিয়ে যাওয়া যাবে না।
৭. পরীক্ষা চলাকালীন হল থেকে বেরোতে হলে ইভিজিলেটের অনুমিত নিতে হবে।
পর্ষদ জানিয়েছে, মোট ১৫০টি এমসিকিউ প্রশ্ন থাকবে। বাংলা এবং ইংরাজি উভয় ভাষাতে প্রশ্ন থাকবে। থাকছে না কোনও নেগেটিভ মার্কিং।