প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে ইন্টারভিউ হল টেট চাকরিপ্রার্থীদের। সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলে ইন্টারভিউ। আদালতের নির্দেশেই ৯২জন চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়েছে এদিন। ৬ বছর পরে হকের চাকরি মেলার দোরগোড়ায় দাঁড়ালেন তাঁরা। বিচারপতিকে অন্তর থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।
গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৯২ জনের ইন্টারভিউ নেওয়ার জন্য় নির্দেশ দিয়েছিলেন। সেইমতো প্রস্তুতি নেয় পর্ষদ। ৯২জন চাকরিপ্রার্থী আদালতে জানিয়েছিলেন, তাঁরা সকলেই প্রশিক্ষণপ্রাপ্ত। সেক্ষেত্রে তাদের প্রশ্ন ছিল প্রশিক্ষণহীনরা চাকরি পেলে তাঁরা কেন চাকরি পাবেন না? বঞ্চনার অভিযোগ তুলে সরব হয়েছিলেন তাঁরা। এরপরই তাদের ইন্টারভিউ নেওয়ার জন্য নির্দেশ দেন বিচারপতি। সেই অনুসারেই এদিন ইন্টারভিউ নেওয়া হয়েছে।
এদিকে ২০১৪ সালে প্রশিক্ষণপ্রাপ্ত ও প্রশিক্ষণহীন উভয় চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়েছিল। কিন্তু সেখানেও ওঠে বঞ্চনার অভিযোগ। তবে এবার ইন্টারভিউ নেওয়ার উদ্যোগ নেওয়ায় কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন চাকরিপ্রার্থীরা। দীর্ঘদিন ধরেই তাঁরা চাকরির জন্য অপেক্ষা করছেন। তবে এবার কিছুটা হলেও চাকরির দিকে এগোলেন চাকরিপ্রার্থীরা।
গত ১৬ নভেম্বরই এনিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল। সমস্ত শংসাপত্র নিয়ে নির্দিষ্ট স্থানে উপস্থিত হওয়ার জন্য় বলা হয়েছিল। তার ভিত্তিতেই এদিন ইন্টারভিউ।