বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TET Scam: বেপাত্তা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, লুক আউট নোটিস জারি করল CBI

TET Scam: বেপাত্তা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য, লুক আউট নোটিস জারি করল CBI

মানিক ভট্টাচার্য।

বাড়িতে নেই। ফোন বন্ধ। কোথায় গেলেন মানিক ভট্টাচার্য? অবশেষে মানিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিস জারি করা হল। সমস্ত এয়ারপোর্টকে জানিয়ে দেওয়া হচ্ছে এব্যাপারে।

টেট কেলেঙ্কারিতে অভিযুক্ত মানিক ভট্টাচার্যের নামে লুক আউট নোটিস জারি করা হল। তাকে গত কয়েকদিন ধরেই তার খোঁজ মিলছিল না। অবশেষে নদিয়ার পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক তথা প্রাথমিক শিক্ষা পর্যদের অপসারিত সভাপতির বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করল সিবিআই। তার ছবি সহ সমস্ত বিমানবন্দরে জানিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে তিনি যদি বিদেশে চলে যাওয়ার চেষ্টা করেন তবে সেক্ষেত্রে যেন সঙ্গে সঙ্গে সিবিআইয়ের কাছে খবর দেওয়া হয় সেব্যাপারেও জানানো হচ্ছে।

মূলত তিনি যাতে বিদেশে পালিয়ে যেতে না পারেন সেকারণেই এই তৎপরতা। গত এক সপ্তাহ ধরে তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। ফোনও বন্ধ। তার জেরেই এই সিদ্ধান্ত নিল সিবিআই। তবে মানিক ভট্টাচার্য সম্পর্কে প্রশ্ন করা হলে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, কে কোথায় আছেন আমি কী করে জানব? আমার এনিয়ে জানার কথা নয়। 

পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার হওয়ার দুদিন পরে তাকে ইডির দফতরে শেষবার দেখা গিয়েছিল। এরপর আর কোনও খোঁজ নেই। গ্রামের বাড়িতেও নেই। যাদবপুরের ফ্ল্যাটেও তিনি নেই। কোথাও নেই। ফোন বন্ধ। ছেলের সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না। এরপর মানিকের সব বাড়িতেই হানা দিয়েছিল সিবিআই টিম। কিন্তু তারপরেও তার দেখা মেলেনি। এরপর আর দেরি করেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

শেষ পর্যন্ত লুক আউট নোটিস জারি করল সিবিআই। এবার বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিমানবন্দর থেকে পাকড়াও করা হতে পারে তাকে। দেশের কোথাও তিনি গা ঢাকা দিয়েছেন কি না সেটাও সিবিআই দেখছে। 

বন্ধ করুন