বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > TeT: তৃণমূল জমানায় কাদের প্রাথমিকে চাকরি? জানতে চেয়ে জেলায় জেলায় চিঠি

TeT: তৃণমূল জমানায় কাদের প্রাথমিকে চাকরি? জানতে চেয়ে জেলায় জেলায় চিঠি

২০১১ সালের পর থেকে কাদের প্রাথমিক টেটে চাকরি জানতে চাইছে পর্ষদ।(ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)

এবার বড় পদক্ষেপ নিল পর্ষদের রাজ্য অফিস। জেলায় জেলায় চিঠি পাঠিয়ে কতজন প্রাথমিকে চাকরি পেয়েছেন তাঁদের সম্পর্কে তথ্য জানানো কথা বলা হচ্ছে। আর এই নির্দেশের পরেই জেলায় জেলায় অনেকেরই হৃদস্পন্দন বাড়তে শুরু করেছেন বলেও খবর।

২০১১ সাল থেকে কতজন প্রাথমিকে চাকরি পেয়েছেন তাঁদের সম্পর্কে নির্দিষ্ট বিবরণ চাইল পর্ষদ। প্রতি জেলায় প্রাথমিক বিদ্যালয় সংসদের কাছে চিঠি পাঠিয়ে তাঁদের সম্পর্ক জানতে চাইছে রাজ্য। সেই নির্দেশিকায় নির্দিষ্ট ফরম্যাটে যাঁরা চাকরি পেয়েছেন তাঁদের নাম, ফোন নম্বর, ঠিকানা সহ বিবরণ পেশ করার কথা বলা হয়েছে। মূলত ইডির নির্দেশে এবার জেলা থেকে তথ্য তালাশ করল পর্ষদ।

এদিকে ওয়াকিবহাল মহলের মতে, তৃণমূল ক্ষমতায় আসার পর থেকেই শিক্ষাক্ষেত্রে নিয়োগের ক্ষেত্রে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসতে থাকে। প্রকৃত যারা পাশ করেছিলেন একাধিক ক্ষেত্রে তাদের টপকে অযোগ্যদের চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ। তার পরিপ্রেক্ষিতে তদন্তও চলছে পুরোদমে। এমনকী প্রাথমিক বিদ্যালয় পর্ষদের অপসারিত কর্তা মানিক ভট্টাচার্যও রয়েছেন তদন্তকারীদের স্ক্যানারের নীচে। এবার কার্যত সামগ্রিক পরিস্থিতিতে নড়েচড়ে বসল রাজ্য সরকার।

এদিকে সূত্রের খবর, টেট বা নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনও অভিযোগ থাকলে তা সরাসরি প্রাথমিক শিক্ষা পর্ষদের ওয়েবসাইটে জানানো যাবে। স্বচ্ছতা আনার জন্য এই ব্যবস্থাও করা হয়েছে। গৌতম পালকে পর্ষদের নয়া সভাপতি নিয়োগ করা হয়েছে। তিনি দায়িত্বভার নেওয়ার পরেই জানিয়ে দেন, এবার থেকে প্রতি বছর টেট হবে। ( নিয়োগ প্রক্রিয়া) নিয়ে কোনও অভিযোগ থাকবে না। এমনকী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও ওয়েবসাইটে উল্লেখ করা থাকবে বলে খবর। 

এসবের মধ্যেই এবার বড় পদক্ষেপ নিল পর্ষদের রাজ্য অফিস। ইডি চাওয়ার পরেই এই তথ্য চাওয়া হয়েছে। বৃহস্পতিবারের মধ্যেই এই তথ্য পাঠাতে হবে। জেলায় জেলায় চিঠি পাঠিয়ে কতজন প্রাথমিকে চাকরি পেয়েছেন তাঁদের সম্পর্কে তথ্য জানানো কথা বলা হচ্ছে। মূলত নিয়োগপত্র সম্পর্কে জানতে চাওয়া হয়েছে বলে খবর। আর এই নির্দেশের পরেই জেলায় জেলায় অনেকেরই হৃদস্পন্দন বাড়তে শুরু করেছেন বলেও খবর। 

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে মঙ্গলবার? জানুন রাশিফল বৃহস্পতি হয়েছেন বক্রী, ৫ রাশির বাড়বে টানাপোড়েন, আর্থিক অবস্থার হবে অবনতি কোজাগরী লক্ষ্মী পুজোর তারিখ নিয়ে রয়েছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ডিসেম্বর থেকে মহিলাদের আড়াই হাজার, বড় সিদ্ধান্তের পথে ঝাড়খণ্ড, বাংলায় কবে? কার্নিভালে বাধা দেব না, দ্রোহও চলবে, হাইকোর্টের নির্দেশে ‘গান্ধীবাদী’ ডাক্তাররা? BPL 2025 Players Draft: চিটাগংয়ে শাকিব, ঢাকায় মুস্তাফিজুর-লিটন! কে গেল কোন দলে? মাঝরাতে গালাগালি দিচ্ছে ঘর পরিষ্কারের রোবট, তাড়া করছে কুকুরকে,হ্যাকারদের কীর্তি কৃষ্ণনগরে দুর্গাপুজোর ভাসানে তুমুল ইটবৃষ্টি, আহত ২, আটক ১, অশান্তি চরমে ‘আমাকে হুমকি দেওয়া হয়েছে গ্রেফতার করার….’, শাসকের থ্রেট কালচার নিয়ে ফোঁস মেহুলির পিছিয়ে গেল আনোয়ার আলির মামলার শুনানি! ডার্বিতে খেলবেন মোহনবাগানের প্রাক্তনী

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.